মহানগর ডেস্ক: অসংসদীয় শব্দের প্রয়োগ সংক্রান্ত বিষয়ে বুদ্ধিমত্তার সঙ্গে কেন্দ্রের শাসক দলকে আক্রমণ করছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। বাদল অধিবেশনের আগে সংসদে জারি হওয়া শব্দ ‘ফতোয়া’র প্রতিবাদ অভিনব কায়দায় করছেন তিনি। যেই শব্দগুলি অসংসদীয় হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার পরিবর্তে একটি আলাদা শব্দের তালিকা তৈরি করেছেন মহুয়া। আদতে সেগুলি মোদি (Narendra Modi) নেতৃত্বাধীন সরকারকে কটাক্ষ করতেই ব্যবহার করছেন তিনি।
শুক্রবার টুইট করে তিনি বলেন, ‘আইওয়াশ’ অর্থাৎ ‘চোখে ধুলো দেওয়া’র পরিবর্তে এবার থেকে ব্যবহার করবেন ‘অমৃতকাল’ শব্দটি। এক কথায় তিনি নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এর আগে গতকাল তিনি জানিয়েছেন, এখন থেকে ‘যৌন হেনস্তা’র বদলে ব্যবহার করা হবে ‘মিস্টার গগৈ’ শব্দটি। প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে নিশানা করেন তিনি। বিচারপতি পদে থাকাকালীনই তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল।
Today’s replacement for unparliamentary words :
Banned word- Eyewash
Replacement- AmritKaal— Mahua Moitra (@MahuaMoitra) July 15, 2022
এক কথায় এদিন অমৃতকাল শব্দটির কথা উল্লেখ করে খোদ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে কেন্দ্রের শাসক দল। আর তাতেই মহুয়া বোঝাতে চেয়েছেন, এটি আসলে ভাঁওতাবাজির কথা। জানা গিয়েছে, সংসদে অ্যাসেমড, অ্যাবিউজড, ব্রিটেইড, করাপ্ট, গিরগিটি, কুমিরের কান্না, গুণ্ডা, অপমান, অসত্য, অহঙ্কার, দুর্নীতি, কালো দিন, কালোবাজারি, হিপোক্রেসির মতো শব্দ ব্যবহার করা যাবে না। আর তাতেই সুর চরিয়েছেন বিরোধীরা। তাদের দাবি, যে সকল শব্দ অসংসদীয় বলে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রীর সরকার, সেগুলি বিরোধীরা কেন্দ্রের শাসকদলকে কটাক্ষ করতে ব্যবহার করে থাকেন।
প্রসঙ্গত, লোকসভার সচিবালয় একগুচ্ছ শব্দ তালিকা প্রকাশ করেছে বাদল অধিবেশনের আগে। যেখানে লজ্জাজনক, বিশ্বাসঘাতকতা, দুর্নীতিগ্রস্ত, ভন্ডামি’র মত শব্দের সঙ্গে আরও কিছু শব্দ রয়েছে। বলা হয়েছে, এগুলি কোনও আলোচনা বা বিতর্কে ব্যবহার করা যাবে না।