Home Uncategorized LGBTQ Rainbow Shart: সমকামীদের সমর্থনে রামধনু রঙের শার্ট পরায় বিশ্বকাপে আটকে দেওয়া হল মার্কিন সাংবাদিককে!

LGBTQ Rainbow Shart: সমকামীদের সমর্থনে রামধনু রঙের শার্ট পরায় বিশ্বকাপে আটকে দেওয়া হল মার্কিন সাংবাদিককে!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: এলজিবিটিকউ (LGBTQ Rainbow Shart) -দের সমর্থনে রামধনু রঙের শার্ট পরে কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে ঢোকার মুখে আটকে দেওয়া হল এক মার্কিন সাংবাদিককে (US Journalist)। কাতারে সমকামিতা পুরোপুরি নিষিদ্ধ। ফলে সেখানে সমকামীদের সমর্থনে কোনও কাজকেই অনুমতি দেওয়া হয় না। গ্র্যান্ট ওয়াহল নামে প্রাক্তন ক্রীড়া সাংবাদিক এখন নিজের ওয়েবসাইট চালান। জানান, আমেরিকা-ওয়েলসের খেলার আগে আল রায়ানে আহমেদ বিন আলি স্টেডিয়ামে ঢোকার সময় নিরাপত্তা রক্ষীরা তাঁকে আটকে দেন। তাঁকে রামধনু শার্ট খুলে ফেলতে বলা হয়। ঘটনাটি টুইট করে জানাবার সময় তাঁর মোবাইল ফোনও নিয়ে নেন স্টেডিয়ামের নিরাপত্তা রক্ষীরা।

পরে মার্কিন সাংবাদিক জানান, তিনি ঠিকই আছেন। তবে মিছিমিছি একটা ঝামেলা করা হল। পরে অবশ্য নিরাপত্তা কমান্ডার তাঁর সঙ্গে কথা বলেন এবং দুঃখপ্রকাশ করেন। এই ঘটনার পর ফিফার এক প্রতিনিধির কাছ থেকেও দুখপ্রকাশের চিঠিও পান। এ ব্যাপারে ফিফার সঙ্গে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করে সংবাদসংস্থা রয়টার। ফিফার প্রতিক্রিয়া অবশ্য জানা যায়নি। এর আগে সোমবার ইউরোপের সাতটি দেশ দলের অধিনায়কদের ওয়ানলাভ হাতে পরার সিদ্ধান্ত বাতিল করে দেয়। কারণ ফিফা সতর্ক করে দেয় কোনও ফুটবলার যদি নানারঙের আর্ম ব্যান্ড পরে খেলতে নামে, তাহলে তাঁকে হলুদ কার্ড দেখানো হবে। বহু রঙের আর্ম ব্যান্ড বৈচিত্র ও সংহতির প্রতীক হিসেবে চালু করা হয়েছে।

You may also like