মহানগর ডেস্ক: খবরটা পড়ার আগেই চমকে উঠলেন নাকি! কিন্তু ঘটনাটা একেবারে জলজ্যান্ত সত্যি। সন্ধ্যেবেলায় রাস্তার ধারে লাল শালুতে মোড়া ফুচকার দোকানে (Street Vendor) ভিড় করার দৃশ্যটা দেখে দেখে আমাদের চোখ পচে গেছে। মেয়েরা রাস্তায় বেরোলেই ফুচকা বা পানিপুরি কিংবা গোলগাপ্পা খাওয়ার জন্য হামলে পড়েন। সে কলকাতাই (Kolkata) হোক বা মুম্বই (Mumbai) বা হায়দ্রাবাদ (Hyderabad) হোক। এ দৃশ্য নতুন কিছু নয়। কিন্তু সেই ভিড়ে যদি দেখা যায় এক হাতিও শুঁড় ( Extending Trunk) বাড়িয়ে একটার পর একটা তেতুল জল আর মশলা মাখা ফুচকা খাচ্ছে, তাতে চমকানোরই কথা যে।
অসমের তেজপুরে (Tejpur Of Assam)তোলা ভিডিওয় দেখা গেল রাস্তার ধারে ফুচকা প্রেমীদের লাইনে দাঁড়িয়েছে একটি হাতি। তাকে ফুচকা তেতুলজলে ডুবিয়ে একটার পর একটা দিয়ে যাচ্ছে ফুচকা (Elephant Enjoys Phuchka)। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রীতিমতো চমকে গিয়েছেন সবাই। মানতেই হবে এই ফুচকা বা পানিপুরী কিংবা গোলগাপ্পা দেশজুড়ে সবার, বিশেষ করে মেয়েদের কাছে ভীষণ,ভীষণ প্রিয়। কিন্তু দেখা গেল রাস্তার সেই জিভে জল আনা ফুচকায় ভাগ বসিয়েছে হাতিও। সোশ্যাল মিডিয়ায় হাতির ফুচকা খাওয়ার দৃশ্য ঘিরে কৌতূহলও তৈরি হয়েছে।
তবে কি হাতিরাও এবার ফুচকার প্রেমে পড়ে গেল। এ জন্য অবশ্য পশুদের দোষ দিয়ে লাভ নেই। কারণ এই খাবারের প্রতি আকর্ষণ থেকে নিজেকে দূরে রাখা মুশকিল। হাতিও নিজেকে সামলে রাখতে পারেনি। সে-ও শুঁড় বাড়িয়ে ফুচকা অলার হাত থেকে ফুচকা নিয়ে চালান করে দিচ্ছে মুখে। সত্যিই তো রোজ রোজ কলা,গাছপালা খেতে তাদের ভালো না লাগতেও পারে। প্রথম ভিডিওয় তার ফুচকা খাওয়ার দৃশ্যের পাশাপাশি আরেকটি ভিডিওয় দেখা গিয়েছে হাতির পাশাপাশি বাকিরা ফুচকা খাওয়ার জন্য অপেক্ষা করছেন। ফুচকাওয়ালা অবশ্য তার “স্পেশাল গেস্ট”কে নিয়ে একটু যেন বেশি ব্যস্ত। মানুষের মতো পশুরাও স্বাদবদলে আগ্রহী। এক আইএএস অফিসার সুপ্রিয় সাহু একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা গিয়েছে একটি ক্ষুধার্ত হাতি পা যথাসম্ভব তুলে শুঁড় উচিয়ে কাঁঠাল পেড়ে আনছে। একেবারে মগডাল থেকে পেড়ে এনে সে তারিয়ে তারিয়ে খাচ্ছে, যে ভিডিও দেখে আমাদের রীতিমতো তাজ্জব হতে হয়।