মহানগর ডেস্ক: রবিবার জানা গিয়েছিল শনিবার মধ্যরাতে মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে পড়েছিল দুষ্কৃতী। এর পর রাতারাতি মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর একাধিক রাজনৈতিক ব্যক্তি অভিযোগ তুলেছেন, নিরাপত্তায় গাফিলতি থাকার কারণে এই ঘটনা ঘটেছে। আজ রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে নবান্ন (Nabanna) বসেছে উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকে স্বরাষ্ট্র সচিব, কলকাতা পুলিশের সিপি ও ডিরেক্টর অফ সিকিউরিটি বিবেক সহায় ছিলেন।
আরও পড়ুন: বর্ষায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, করোনার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বৈঠকে প্রশাসন
বৈঠকের আলোচ্য বিষয় কারা কারা ওই দিন দায়িত্বে ছিলেন, নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কীভাবে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে গেলেন একজন অপরিচিত ব্যক্তি, আর কী উপায়ে নিরাপত্তা বাড়ানো যেতে পারে ইত্যাদি। উল্লেখ্য, শনিবার রাতে অপরিচিত এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েছিলেন। রবিবার সকালে ওই ব্যক্তির উপস্থিতি বুঝতে পারেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। এর পর ব্যক্তিকে আটক করে তুলে দেওয়া হয় কালীঘাট থানার পুলিশের হাতে। সেই কারণেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করতে পদক্ষেপ করা হচ্ছে।
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির চারিপাশে সর্বক্ষণ কড়া নিরাপত্তা থাকে। কিন্তু তারপরেও কিভাবে নিরাপত্তা রক্ষীদের চোখ এড়িয়ে দুষ্কৃতির প্রবেশ ঘটল তাই নিয়ে রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন।