Home Featured Hindi Language Imposed : তামিলনাডুতে জোর করে হিন্দিভাষা চাপানোর প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মাহুতি কৃষকের

Hindi Language Imposed : তামিলনাডুতে জোর করে হিন্দিভাষা চাপানোর প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মাহুতি কৃষকের

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: জোর করে হিন্দিকে সরকারি ভাষা (Hindi Language Imposed) হিসেবে চাপানোর প্রতিবাদে অসন্তোষ চলছে। ডিএমকে শাসিত গোটা তামিলনাডুতেই (Tamilnadu) এখন অসন্তোষ ধিকিধিকি জ্বলছে। আর কেন্দ্রের বিজেপি সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকালে সালেম জেলায় ডিএমকে দফতরের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতি দিলেন ডিএমকের সক্রিয় সদস্য থাঙ্গাভেল নামে এক বৃদ্ধ চাষি। এদিন সকাল এগারোটা নাগাদ গায়ে পেট্রোল জ্বেলে আগুন দেন ওই কৃষক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে জোর করে হিন্দিভাষা চাপানোর কারণে তিনি অত্যন্ত মনমরা ছিলেন।

গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরাবার আগে তিনি একটি প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন। তাতে লেখা মোদী সরকার, কেন্দ্রীয় সরকার, তাঁরা হিন্দি ভাষা চান না। তাঁদের ভাষা তামিল। হিন্দি ভাষা ক্লাউনদের ভাষা। জোর করে হিন্দি চাপানো হলে পড়ুয়াদের জীবনে প্রভা পড়বে। হিন্দি থেকে মুক্তি পাওয়ার দাবির কথাও লেখা ছিল প্ল্যাকার্ডে। কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে এবং ডিএমকে যুব সংগঠনের সম্পাদক উদয়ানিধি স্ট্যালিন হুঁশিয়ার দিয়ে বলেছিলেন হিন্দি যদি তাঁদের রাজ্যে জোর করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তাঁরা প্রতিবাদ বিক্ষোভে পথে নামবেন। ডিএমকে এর প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখায়। তারা জানায় যদি রাজ্যের মানুষের ভাবাবেগকে অশ্রদ্ধা জানানো হয়,তাহলে ডিমএকে নীরব দর্শক হয়ে বসে থাকবে না। হিন্দিভাষী রাজ্য ও অহিন্দিভাষী রাজ্যগুলির আইটিআই-সহ কারিগরি প্রতিষ্ঠানগুলি ও অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে হিন্দিভাষা মাধ্যম হিসেবে সংসদীয় প্যানেল সুপারিশ করার পর প্রতিবাদে ফেটে পড়ে তামিলনাডু। প্যানেল আরও সুপারিশ করে রাষ্ট্রসঙ্ঘে হিন্দিভাষা স্বীকৃত ভাষা হিসেবে জায়গা পাক।

You may also like