মহানগর ডেস্কঃ উত্তরবঙ্গ খুব শিগগির কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হতে চলেছে দাবি করলেন গ্রেটার নেতা অনন্ত মহারাজ। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে বৈঠকের পরে তাঁর বাড়িতে বসেই এই দাবি করেন গ্রেটার নেতা অনন্ত মহারাজ। তাঁর এই মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই বিষয়ে নিশীথ প্রামাণিককে প্রশ্ন করা হলে তিনি সহাস্যে তা এড়িয়ে যান।
দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাইফোঁটার উপহার পাঠিয়েছিলেন অনন্ত মহারাজকে। ঠিক তার পরপরই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে দেখা করতে আসা, আর সেখানে অনন্ত মহারাজের ইউনিয়ন টেরিটরি নিয়ে করা মন্তব্য সব নিয়ে জোরাল জল্পনা রাজনৈতিক মহলে। এদিন প্রায় ঘণ্টা দুয়েক নিশীথ প্রামাণিক এবং অনন্ত মহারাজের সঙ্গে কথা হয়।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে দেখা করে অনন্ত মহারাজ দাবি করেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানান তিনি। জীবন সিংহ কে নিয়ে এসে আলাদা টেরিটরি তৈরি হওয়ার কথা শুনে তিনি আপসেট হয়েছেন বলেই জানান অনন্ত মহারাজ। তিনি জানান এখানে জীবন সিংহের ভূমিকা কী, তা তাঁর অজানা বলেই দাবি করেন নিশীথ প্রামাণিক।
এই সাক্ষাৎকার নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রদফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, তাঁর সঙ্গে অনন্ত মহারাজের সম্পর্ক খুব ভাল। আর সেজন্যই তিনি বারংবার আসেন। উত্তরবঙ্গ আলাদা রাজ্য হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে সেই প্রশ্ন এড়িয়ে যান নিশীথ।
সামনেই পঞ্চায়েত নির্বাচন, তারপরে লোকসভা নির্বাচন। এই নির্বাচনে রাজবংশী ভোট অনেকটাই গুরুত্বপূর্ণ । ঠিক নির্বাচনের আগে আগে মুখ্যমন্ত্রীর ভাইফোঁটার উপহার পাঠানো, নিশীথ প্রামাণিকের সঙ্গে অনন্ত মহারাজের সাক্ষাত এবং উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার দাবি সব মিলিয়ে সরগরম কোচবিহার জেলা সহ রাজ্য রাজনীতি।