মহানগর ডেস্ক : দিন কয়েক আগে শোনা গিয়েছিল ঈশান খাট্টার সঙ্গে সম্পর্ক ভেঙেছে অনন্যা পান্ডের। সেই কথা কফি উইথ করণ’-এ এসে অনন্যা ঈশান দুজনেই জানিয়েছিলেন। তবে সম্প্রতি শোনা যাচ্ছে দুজনের ভাঙ্গনের পেছনে রয়েছে অন্য কারণ। ঈশানের সঙ্গে সম্পর্ক থাকাকালীন নাকি অন্য এক পুরুষকে মন দিয়েছিলেন অনন্যা। যদিও প্রথমেতে গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি সেই পুরুষের সঙ্গে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল অনন্যাকে।
সেই পুরুষ অন্য কেউ নয় বরং আদিত্য রয় কাপুর। বলিউডের অন্যতম হ্যান্ডসাম হাংক। সম্প্রতি আদিত্যর নিজের বাড়ির দিওয়ালি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল আদিত্য এবং অনন্যাকে। যদিও ক্যামেরা দেখলেই আরওআরও ছাড়ো ছাড়ো ভাব দেখিয়েছেন দুজনে। সম্প্রতি সামনে এসেছে এক অন্য ছবি। ইনস্টাগ্রামে নেহা ধূপিয়া একটি সেলফি শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে সেখানে পাশে রয়েছেন তার স্বামী অঙ্গদ অন্য পাশে রয়েছেন কৃতি সানন। তবে সব থেকে বেশি নজর কেড়েছে ছবির পেছনের অংশ। যেখানে দেখা যাচ্ছে আদিত্য এবং অনন্যাকে বেশ ঘনিষ্টভাবে খোশগল্পে মেতে আছেন তারা।
এমনকি অনুষ্ঠানে দুজনে একসঙ্গে হাজির হয়েছিলেন। পাপ্পারাজিদের ক্যামেরায় একসঙ্গে পোজ পর্যন্ত দিয়েছিলেন। এমনকি ছবি শিকারিরা পর্যন্ত বলেছিলেন,’ এই জুটি হিট’। তবে তাদের কথার বিরোধিতা করেননি দুজনের কেউ। আবার স্বীকারও করেননি। শুধু হেসেই উড়িয়ে দিয়েছেন দুজনে। শুধু কি তাই। দুজনে এক জামা পর্যন্ত পড়ে এসেছিলেন।