Home Featured Anil Deshmukh: এখনই জামিন পাচ্ছেন না অনিল দেশমুখ, জানাল বিশেষ আদালত 

Anil Deshmukh: এখনই জামিন পাচ্ছেন না অনিল দেশমুখ, জানাল বিশেষ আদালত 

by Anamika Nandi
Anil Deshmukh: এখনই জামিন পাচ্ছেন না অনিল দেশমুখ, জানাল বিশেষ আদালত 

মহানগর ডেস্ক: ১১ জুলাই অর্থাৎ সোমবার মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের (Anil Deshmukh) জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছে সিবিআই-এর (CBI) বিশেষ আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দ্বারা নথিভুক্ত একটি দুর্নীতির মামলায় জামিনের আবেদন করেছিলেন অনিল দেশমুখ। জানা গিয়েছে, মামলার অন্য দুই অভিযুক্ত সঞ্জীব পালান্দে ও কুন্দন শিন্ডের আবেদনও প্রত্যাখ্যান করেছে আদালত।

বিচারক এসএইচ গোয়ালানি বলেছেন, দেশমুখ, শিন্ডে এবং পালান্দে জামিনের আবেদন করেছেন কারণ সিবিআই ৬০ দিনের মধ্যে চার্জশিট জমা দিতে ব্যর্থ হয়েছে। অভিযুক্তদের কথায়, সংস্থা দ্বারা পেশ করা চার্জশিট অসম্পূর্ণ। সেই ভিত্তিতেই জামিনের আবেদন করেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরও দুই অভিযুক্ত। আবেদন অনুযায়ী, মামলা সংক্রান্ত নথি নির্ধারিত সময়ের পরে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফৌজদারী কার্যবিধির ১৭৩ ধারা অনুযায়ী, অভিযুক্তকে গ্রেফতারের ৬০ দিনের মধ্যে চার্জশিট জমা দিতে হবে। তা না হলে আসামিরা জামিন চাইতে পারে। এই মর্মেই জামিনের আবেদন করেছিলেন দেশমুখ। কিন্তু তা প্রত্যাখ্যান করেছে আদালত।

আরও পড়ুন : স্বাস্থ্য দফতরে শুরু হয়েছে কর্মী নিয়োগের প্রক্রিয়া, বেতন মাসিক ২২ হাজার টাকা

এদিকে সংস্থার কথায়, নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট জমা পড়েছে। প্রাক্তন মুম্বই পুলিশ কমিশনার পরমবীর সিং ২০২১-এর মার্চ মাসে অভিযোগ করেছিলেন, এনসিপি নেতা শহরের রেস্তোরা এবং বার থেকে পুলিশ অফিসারদের প্রতি মাসে ১০০ কোটি টাকা সংগ্রহ করতে বলেছিলেন। তারপরেই গত বছরের এপ্রিলে একজন আইনজীবী পিটিশন দাখিল করেছিলেন, যার ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করে সিবিআই।

তদন্তের ভিত্তিতে মহারাষ্ট্রের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাঁর সহকারীদের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এফআইআর দায়ের করেছে CBI। যার উপর ভিত্তি করে এনসিপি নেতার বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করেছিল ইডি। এরপর ২০২১-এর নভেম্বরে তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন অনিল দেশমুখ।

You may also like