মহানগর ডেস্ক : টলিপাড়ার অন্যতম হ্যান্ডসাম নায়কদের মধ্যে অনির্বাণ ভট্টাচার্য্য অন্যতম। যার গলা, অভিনয় দক্ষতা এবং রূপ দেখে পাগল অসংখ্য তরুণী। ইন্ডাস্ট্রিতে এসেই মহিলাদের ঘুম কেড়ে ছিলেন তিনি। তবে নিজের প্রেম নিয়ে বরাবর কথা বলেছেন তিনি। ক্যারিয়ার শিপন এবং ব্যক্তিগত জীবন কোনোভাবেই আলাদা করেননি তিনি। বরং যখন অনির্বাণের স্ত্রীকে নিয়ে অনেকে কুরুচিকর মন্তব্য করেছিলেন মধুরিমার পাশে দাঁড়িয়ে পাল্টা জবাব দিয়েছিলেন অনির্বাণ।
যদিও বছর দুয়েক হলো মোস্ট এলিজেবল ব্যাচেলর এর তালিকা থেকে নাম কাটিয়েছেন তিনি। তবে তার এক পুরনো ভিডিও ঘুরেফিরে বেড়াচ্ছে সোশ্যাল মাধ্যমে। ঘটনাটা বেশ কয়েক বছর আগের। জনপ্রিয় সাংবাদিক শর্মিলা মাইতি এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করেছিলেন। আদর্শ জীবন সঙ্গিনী কেমন উচিত। তারপরে তিনি যা উত্তর দিয়েছিলেন তা আপনাকে মুগ্ধ করে দিতে বাধ্য। অনির্বাণের কথা অনুযায়ী,’আমার পছন্দ বা অপছন্দের উপর এই উত্তর নির্ভরশীল নয়। এবার তো মেনু কার্ডের মতো করে বলতে হবে… একটু কম কথা বললে ভালো, এই প্রশ্নটা কোনওদিন কাউকে জিজ্ঞাসা করো না। কারণ তোমার নিজেরও তো বিয়ে হবে, তখন তোমার খারাপ লাগবে যখন তোমাকে কেউ জিজ্ঞাসা করবে তোমার বর কেমন বউ চায়? তখন তোমার নিজেকে পণ্য মনে হবে, মানুষ নয়। আমরা দোকানে জিনিস কিনতে গেলে জিজ্ঞাসা করি এটা মিষ্টি হবে তো? এই চা-টা ভালো হবে তো? এটা কতক্ষণ ফোটাতে হবে? মানুষ, নারী হোক বা পুরুষ সে পণ্য নয়’।
সামান্য থেমে আরো বলেন,’ফলত এগুলো ওই ক্যাটেগোরাইজ করে হয় না। একেক জন মানুষ একেক জনের সঙ্গে আসে,একসাথে থাকে, ভালোবাসে.. তাঁদের মধ্যে প্রেম হয়, তাঁদের মধ্যে একসঙ্গে থাকার চাহিদা তৈরি হয় এবং তাঁরা বিয়ে করে। এগুলো না থাকলে তো সেটা বিয়ে নয়… ‘।
অনির্বাণের ভিডিও এখন সোশ্যাল মাধ্যমে ভাইরাল ভক্তরা যেমন ভালোবাসা উজার করে দিচ্ছেন তাকে। তেমনই অনির্বাণের উত্তর শুনে প্রশংসা করছে। আসলে ঘটনাটি বিবাহ অভিযান এর সময় হওয়া একপ্রেস মিটিংয়ে। তবে সম্প্রতি মুক্তি পেতে চলেছে অনির্বাণ পরিচালিত প্রথম ছবি বল্লভপুরের রূপকথা। যে ছবিকে নিয়ে স্বাভাবিকভাবেই নতুন পরিচালকের উত্তেজনা তুঙ্গে।