Home Entertainment Ankita Lokhande : বড় পর্দায় পা অঙ্কিতা লোখান্ডের, বিপরীতে অভিনেতা কিন্তু দারুণ হ্যান্ডসাম

Ankita Lokhande : বড় পর্দায় পা অঙ্কিতা লোখান্ডের, বিপরীতে অভিনেতা কিন্তু দারুণ হ্যান্ডসাম

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : হিন্দি টেলিভিশনে ছোটপর্দায় অত্যন্ত জনপ্রিয় মুখ অঙ্কিতা লোখান্ডে। যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে মন জয় করেছেন কোটি কোটি ভক্তের। তার প্রথম ধারাবাহিক পবিত্র রিস্তা। সেখানে অর্চনার ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন বহু মানুষের।

তবে এবারকার ছোটপর্দায় নয়, তার নজর এখন বড় পর্দা। যদিও মণিকর্ণিকা ছবিতে কঙ্গনা রানাউতের সঙ্গে সহ অভিনেত্রী হিসেবে পা রেখেছিলেন বলিউডে। তারপর বাঘি ৩ ছবিতেও ছোট চরিত্রে অভিনয় করেছেন। তবে এবার মুখ্য ভূমিকায় অঙ্কিতা।

তবে তার বিপরীতে কে অভিনয় করছে জানেন? বলিউডের অন্যতম অভিনেতা রণদীপ হুডা। আজ্ঞে হ্যাঁ। স্বতন্ত্র বীর সাভারকার ছবিতে রণদীপের বিপরীতে অভিনয় করবেন অঙ্কিতা লোখান্ডে ।গত বুধবার নিজের সাদাকালো একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেখানেই তার আভাস দিয়েছেন অভিনেত্রী।

পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন,’ যে খবরটা আমি এতদিন ধরে বলার জন্য অপেক্ষায় ছিলাম। কোন ছবি মুখ্য চরিত্র হিসেবে স্বতন্ত্র বীর সাভারকারে। এবং আমি আর কিছুতেই অপেক্ষা করতে পারছি না একটা সুন্দর জার্নি শুরু করার জন্য। আর এটা কোন কিছুই সম্ভব হতো না তোমাকে ছাড়া। তুমি আমার সব থেকে বড় শক্তি প্রিয় বন্ধু। তোমার পথ আরো চওড়া হোক প্রযোজক বন্ধু। অনেক ধন্যবাদ। এবং সবশেষে রন্দীপ হুদা বলিউডের অন্যতম সফল অভিনেতা এবং এখন পরিচালক বটে’।

খবর সামনে আসার পর থেকে একাধিক শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অঙ্কিতার সহকর্মী এবং অনুরাগীরা।

You may also like