মহানগর ডেস্ক : বর্তমানে শহর কলকাতার অলিতে গলিতে গেলে মাঝেমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে অঙ্কুশ হাজরাকে। তবে তার চিরচেনা লুক হারিয়েছে। এখন গাল ভর্তি দাড়ি… এই অবতারই দেখতে পাওয়া যাচ্ছে তাকে। তবে এই নতুন চেহারা ছবির স্বার্থে। তা না হলে ক্লিন সেভ চেহারাতেই দেখা যায় তাকে। তবে এবার নিজেকেই নিজে ভীষণভাবে মিস করছেন অঙ্কুশ। মিস করছেন তার আগের চেহারাকে।
সম্প্রতি ঐন্দ্রিলার সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। যেখানে নায়ক কে দেখা যাচ্ছে ক্লিন সেভ লুকে। মিস ইউ। প্রথমে যদিও নেটিজেনরা ভেবেছিলেন তিনি আসলে তার বান্ধবীকে মিস করছেন। তবে পরের লাইনেই খোলসা করে দিয়েছেন নায়ক। দ্বিতীয় লাইনে লিখেছেন,’ আসলে আমি আমার দাড়িহীন মুখের কথা বলছি’।
যদিও অঙ্কুশের এই মজা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। অবশ্য এর আগেও ঐন্দ্রিলার সঙ্গে সমাজমাধ্যমে নানা খুনসুটি করতে দেখা গিয়েছে অঙ্কুশকে। অভিনেত্রীর সঙ্গে অঙ্কুশের প্রেমকাহিনি সর্বজনবিদিত। দু’জনকে এক সঙ্গে দেখার জন্য মুখিয়ে থাকেন তাঁদের ভক্তেরা। ‘ম্যাজিক’ ছবিতে প্রথম বার তাঁদের পর্দায় এক সঙ্গে দেখা গিয়েছিল। অন্য দিকে, বহু দিন বাদে অঙ্কুশের ক্লিন সেভ লুক দেখে তাঁর অনেক ভক্তই উচ্ছ্বসিত হয়েছেন। কেউ কেউ লিখেছেন, ‘এই লুকটাই ভাল।’আবার কেউ লিখেছেন, ‘এই লুকেই তোমায় বেশি ভাল লাগে।’ অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ও লিখেছেন, ‘হ্যাঁ, প্লিজ এ বার ক্লিন সেভ কর।’ তার উত্তরে অঙ্কুশ লিখেছেন, ‘এখনও তিন মাস।’
সম্প্রতি বীরভূমের রামপুরহাটে ছবির শুটিং করতে দেখা গিয়েছে অঙ্কুশকে। একগাল দাড়ি পরনে লুঙ্গি জামা একেবারে অন্যরকম অবতারে দেখা গিয়েছে নায়ককে। অনুযায়ী জানা গিয়েছে ছবির নাম কুরবান। এছাড়াও তার হাতে রয়েছে বিবাহ অভিযান ২। শোনা যাচ্ছে আগামী বছর তার নিজের প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেতে চলেছে প্রথম ছবি মির্জা।