মহানগর ডেস্ক: রাজস্থানের উদয়পুরে (Udaipur) দর্জি কানহাইয়া লাল খুনের (Kanhaiya Lal Murder) ঘটনায় গ্রেফতার হয়েছে আরও একজন। গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মহসিন মাংসের দোকান চালাতেন। সূত্র অনুযায়ী, তাঁর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এনআইএ (NIA) দর্জির খুনের ঘটনায় জড়িত সমস্ত লিঙ্ক খতিয়ে দেখছে। বিশেষ করে পাকিস্তানের করাচি-ভিত্তিক দাওয়াত-ই-ইসলামের সঙ্গে এই ঘটনার কোনও যোগসাজ আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, উদয়পুরের একজন দর্জিকে তাঁর দোকানে ঢুকে হত্যা করা হয়েছিল। যার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি ভিডিও। যেখানে বলা হয়, এই ঘটনার মাধ্যমে ইসলামের প্রতিশোধ নেওয়া হচ্ছে। ভিডিওর সূত্র ধরে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তীতে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট স্ক্যান করেছে NIA ও SIT। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে অনেক উগ্র পোস্ট রয়েছে।
২৮ জুন কানহাইয়া লালকে বিজেপির প্রাক্তন নেত্রী নূপুর শর্মার সমর্থনে সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করার জন্য খুন হতে হয়েছিল। নবী মহম্মদের বিয়ে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন মিসেস শর্মা। তাঁকে সমর্থন জানালে শিরচ্ছেদ করা হয় উদয়পুরের ওই দর্জির। হামলাকারী রিয়াজ আখতার এবং গাউস মোহাম্মদ ঘটনার দায় স্বীকার করে নিয়েছেন। অপরাধের একটি ভিডিও পোস্ট করে তারা বলেছেন, ইসলামের অবমাননার প্রতিশোধ নিচ্ছেন তারা। এরপর স্বরাষ্ট্র মন্ত্রক এনআইএ-কে এই ঘটনার তদন্তভার হাতে নেওয়ার নির্দেশ দেয়। এদিন সেই মর্মেই আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। যার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে বলে, জানা গিয়েছে।