Home Featured Another Wave Of Pandemic: বাহক নয়া ভাইরান্ট এক্সবিবি, ফের আছড়ে পড়তে পারে কোভিডের ঢেউ, হুঁশিয়ারি হু-এর প্রধান বিজ্ঞানীর

Another Wave Of Pandemic: বাহক নয়া ভাইরান্ট এক্সবিবি, ফের আছড়ে পড়তে পারে কোভিডের ঢেউ, হুঁশিয়ারি হু-এর প্রধান বিজ্ঞানীর

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: ফের অতিমারির হুঁশিয়ারি। এবার ওমিক্রনের সাব ভাইরান্ট এক্সবিবির (Another Wave Of Pandemic) মাধ্যমে কয়েকটি দেশে কোভিড সংক্রমণের ঢেউ আছড়ে পড়তে পারে। এমনই বার্তা দিলেন হুয়ের প্রধান বিজ্ঞানী ড.সৌম্য স্বামীনাথন (Chief Scientist Of WHO)। একটি অনুষ্ঠানের ফাঁকে সংবাদমাধ্যমকে স্বামীনাথন জানান, তবে এখনও পর্যন্ত কোনও দেশ থেকে তথ্য মেলেনি যাতে বলা সম্ভব নতুন এই ভাইরান্ট আরও ভয়ঙ্কর।

প্রধান বিজ্ঞানী জানান, ওমিক্রনের তিনশোটিরও বেশ সাব ভাইরান্ট রয়েছে। তবে এক্সবিবি নিয়েই দুশ্চিন্তার কারণ রয়েছে। এটি রিকম্বিন্যান্ট ভাইরাস। এর আগে এ ধরণের ভাইরাস দেখা গিয়েছে। এটি খুবই আগ্রাসী,যা অ্যান্টিবডি প্রতিরোধী। ফলে খুব ধীরে ধীরে কয়েকটি দেশে এক্সবিবির কারণে আরেকটি সংক্রমণের ঢেউ আছড়ে পড়তে পারে। স্বামীনাথন জানিয়েছেন বিএ-ফাইভ ও বি-ওয়ানের গতিবিধির ওপর তাঁরা তীক্ষ্ম নজর রেখেছেন। এ দুটি ভাইরাস এক দেহ থেকে অন্য দেহে দ্রুত ছড়াতে পারে এবং ইমিউন এভাসিভ।

যেহেতু ভাইরাসের অতিদ্রুত বাড়বাড়ন্ত হয়, সেহেতু তা আরও বাড়বাড়ন্ত হয়ে আরও আগ্রাসীভাবে এক দেহ থেকে অন্য দেহে ছড়িয়ে পড়তে পারে। এই নয়া ভাইরাসের সাবভ্যারিয়েন্ট মোকাবিলায় এর গতিবিধির ওপর নজরদারি করা হল প্রধান করণীয়। তাঁরা দেখেছেন বিভিন্ন দেশে পরীক্ষা নিরীক্ষা অনেক কমে গিয়েছে। নজরদারিও কম করা হচ্ছে। কমপক্ষে নজরদারিটা চালাতে হবে যাতে এই ভ্যারিয়েন্টের গতিবিধির খবর পাওয়া সম্ভব হয়,এমনটাই হুয়ের তরফে করা হচ্ছে বলে জানিয়েছেন স্বামীনাথন।

You may also like