মহানগর ডেস্ক: বাচ্চাদের শরীর খারাপ হলেই অনেক বাবা-মা নিজেরাই ডাক্তারি করেন। আর এই ডাক্তারির জন্য ভুগতে হয় বাচ্চাদের। কোনও কোনও ক্ষেত্রে ব্যাপারটা বাড়াবাড়ি রকমে গিয়ে পৌঁছয়। ছেলেমেয়েদের শরীর খারাপ হলে অ্যান্টি বায়োটিক (Anti Biotic Problem) খাওয়ানোরও বাতিক আছে অনেক বাবা-মায়ের। কোনও কোনও সময় চিকিৎসকদের সঙ্গে পরামর্শ না করেই (Without Consulting Doctor) অ্যান্টিবায়োটিক খাওয়ান। এই খারাপ অভ্যেসের ব্যাপারে সতর্ক করেছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন অ্যান্টিবায়োটিক একমাত্র ব্যাকটেরিয়া সংক্রমণে (Bacterial Infection) কার্যকরী।
বর্ষার সময় ছোটদের ক্ষেত্রে অধিকাংশ সংক্রমণ ভাইরাল হয়ে থাকে। চিকিৎসকদের মতে, আশি শতাংশ অভিভাবকদের মধ্যে বাচ্চা যখনই অসুস্থ হয়,তখন তাদের অ্যান্টি বায়োটিক খাওয়ানো। এই অভ্যেস বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই মুহূর্তে চারদিকে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। পাশাপাশি হাত পা ও মুখে নানারকম সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া সংক্রমণের কারণে নব্বই শতাংশ ফ্লু, কোভিড,ভাইরাল ডায়েরিয়া ও সংক্রমণের কারণে বমি বমি ভাব দেখা দেয়। ব্যাকটেরিয়াল সংক্রমণও ঘটে। তবে তা দশ শতাংশ। গলায় ব্যথা হলে বাচ্চাদের অ্যাজিথ্রাল, ঘন ঘন পায়খানা হলে অফলোম্যাক খাওয়ান বাবা-মায়েরা।
এতে পার্শ্বপ্রতিক্রিয়া যেমন পেটের অসুখ,বমি, এমনকী কার্যকরী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় এই অ্যান্টিবায়োটিক। নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওযুধগুলি শুধু কঠিন ফ্লু ও চিকেন পক্সের ক্ষেত্রে প্রযোজ্য। চিকিৎসকরা মাঝেমাঝেই এরকম বহু কেস পেয়েছেন যেখানে বাবা মায়েরা চিকিৎসকদের সঙ্গে পরামর্শ না করেই ভাইরাল সংক্রমণের জন্য বাচ্চাদের অ্যান্টিবায়োটিক খাইয়েছেন। চিকিৎসকদের মতে, এটা খুবই গুরুতর সমস্যা এবং এটা উত্তরোত্তর বাড়ছে। বহু চিকিৎসক বাবা মা জোর করলেও অ্যান্টিবায়োটিক লিখে দেন না। সুতরাং বাচ্চার শরীর খারাপ হলে হুট করে অ্যান্টিবায়োটিক খাওয়ানো বন্ধ করাই নিরাপদ বলে মনে করেন চিকিৎসকরা।