Home Featured Anti-Hijab Protest In India: ইরানের হিজাব-বিরোধী প্রতিবাদের ঢেউ ভারতেও, হিজাব পুড়িয়ে প্রতিবাদ কেরলের মুসলিম মহিলাদের!

Anti-Hijab Protest In India: ইরানের হিজাব-বিরোধী প্রতিবাদের ঢেউ ভারতেও, হিজাব পুড়িয়ে প্রতিবাদ কেরলের মুসলিম মহিলাদের!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: ইরানের হিজাব বিরোধী আন্দোলনের (Anti-Hijab Protest In India) ঢেউ অবশেষে এসে পৌঁছল ভারতেও। রবিবার হিজাব পুড়িয়ে প্রতিবাদ-আন্দোলনকারীদের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিলেন কেরলের মুসলিম মহিলারা (Extended Support By Muslim Women Of India)। ফানোস সায়েন্স অ্যান্ড ফ্রি থিংকিং শীর্যক এক সেমিনার চলছিল সেখানে। কোজিকোড়ে কেরল যুক্তবাদী সংগ্রাম সংগঠনের সেই সেমিনার চলাকালীন হিজাবে আগুন ধরিয়ে দেন সেমিনারে অংশগ্রহণকারী মুসলিম মহিলারা। ইরানে হিজাব বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সমর্থন জানা মুসলিম মহিলারা। সংগঠনের তরফে ছজন মহিলা সদস্য হিজাবে আগুন ধরানোয় নেতৃত্ব দেন। ভারতে এই প্রথম হিজাব পোড়ানোর ঘটনা ঘটল। মহিলাকর্মীরা হিজাব বিরোধী প্ল্যাকার্ড হাতে ইরানে জোর করে হিজাব পরানোর বিরুদ্ধে স্লোগান দেন।

কেরল যুক্তবাদী সংগ্রাম নামে ওই জাতীয় সংগঠন প্রতিবছরই মুক্ত চিন্তা নিয়ে সেমিনারের আয়োজন করে থাকে। সেমিনারে শুধু মুসলিম মহিলারাই নন, বিভিন্ন ধর্মের মানুষজন অংশ নিয়ে থাকেন। সেই সেমিনারে ইরানে চলতি হিজাব বিরোধী প্রতিবাদ আন্দোলনের সমর্থনে হিজাব পোড়ানো হয়। প্রসঙ্গত, মাস কয়েক আগে ওই ইসলামিক রাষ্ট্রে হিজাব না পরায় মাশা আমিনি নামে এক বাইশ বছরের তরুণীকে নীতিপুলিশ আটক করে। নীতি পুলিশের হেফাজতে তাঁর প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে ওঠে ইরান। মাশার শেষকৃত্যে প্রতিবাদী মহিলার হিজাব পুড়িয়ে চুল কেটে প্রতিবাদ জানান।

এরপর থেকেই প্রতিবাদ দ্রুতগতিতে ইসলামিক রাষ্ট্রের সর্বত্র ছড়িয়ে পড়ে। মহিলাদের পাশাপাশি পুরুষেরাও প্রতিবাদে সামিল হন। পাশাপাশি স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও যোগ দেয় প্রতিবাদ আন্দোলনে। বিক্ষোভ প্রতিবাদের মোকাবিলায় কড়া হাতে দমননীতি অনুসরণ করে ইরান সরকার। প্রতিবাদ থামাতে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় বহু প্রতিবাদীকে। কিছুদিন আগে পুলিশের গুলিতে নিহত হয় এক কিশোরী। যদিও জানায় ছাদ থেকে পড়ে গিয়ে ওই কিশোরীর মৃত্যু হয়ছে। গুলি করে হত্যার পাশাপাশি বহু প্রতিবাদকারীকে জেলে পোরা হয়। সবমিলিয়ে হিজাব কাণ্ডের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছে ইসলামিক রাষ্ট্র। এবার সেই প্রতিবাদের ঢেউ এসে পৌঁছল ভারতেও।

You may also like