মহানগর ডেস্ক: মুখে হিন্দু বিরোধী (Anti Hindu Slogan) স্লোগান। রাতের অন্ধকারে তিনটি বাইকে চড়ে দুষ্কৃতীরা (Miscreants)পথ আটকে পাথর, বোল্ডার দিয়ে বেধড়ক মারধর করল (Severely Beaten Hindu Outfit Worker) এক হিন্দু সংগঠনের কর্মীকে। দুষ্কৃতীদের হামলায় মাটিতে লুটিয়ে পড়ে প্রকাশ নামে পঁচিশ বছরের ওই যুবক। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) শিবমোগ্গা জেলার ভ্রমাপ্পা লে আউট এলাকায়। পুলিশ জানিয়েছে আক্রান্ত যুবক রাত এগারোটা নাগাদ বাড়ি ফিরছিল। সেসময় তিনটি বাইক এসে তার পথ আটকায়। তারা হিন্দু বিরোধী স্লোগান দিতে দিতে ওই যুবককে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। মারা হয় বোল্ডারও। তাঁকে গুরুতর জখম অবস্থায় তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমান সে বিপন্মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর বড় কোনও আঘাত লাগেনি বলে জানিয়েছে। পুলিশ এখন এই হামলার সঙ্গে গত ফেব্রুয়ারিতে হিন্দু সংগঠনের কর্মী হর্ষের খুনের কোনও যোগ আছে কিনা, তা খতিয়ে দেখছে। শিবমোগ্গায় ম্যাগগান হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে সেগ্গেহাট্টিতে হামলাকারীরা তিনটি বাইকে চেপে আসছিল। তার পথ আটকে তাকে মারধরের ঠিক আগে তারা হিন্দুবিরোধী স্লোগান দেয়। যেখানে হামলার ঘটনা ঘটেছিল,সেই এলাকা ঘুরে এসেছেন সিনিয়ার পুলিশ অফিসাররা। এই ঘটনার পর সেখানে নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে। এই ঘটনায় ডোড্ডাপেট থানায় মামলা রুজু করেছে। অপরাধীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রসঙ্গত, মাস কয়েক আগে কর্ণাটকে খুন হন বিজেপি যুবমোর্চার সভাপতি প্রবীণ নেতারু। সেই ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য দেখা দেয়। তারপর থেকে খুন, হিংসার ঘটনা কমেনি বিজেপি শাসিত এই রাজ্যে। এখনও যে হিংসার ঘটনা সেখানে ঘটে চলেছে, এই ঘটনা তারই প্রমাণ।