মহানগর ডেস্ক: গরু পাচার মামলায় সিবিআইয়ের পাশাপাশি তৎপর ইডিও (ED)। ইতিমধ্যেই গরু পাচার কাণ্ডে বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) গ্রেফতার করেছে সিবিআই (CBI)। বর্তমানে তাঁর ঠাঁই হয়েছে আসানসোলের বিশেষ আদালত সংশোধনাগার। কিন্তু তারপরও খান্ত নেই তদন্তকারী সংস্থার অফিসাররা। অনুব্রতর পাশাপাশি তাঁর কন্যা সুকন্যা মণ্ডলের আয় নিয়ে তৎপর এবার ইডি। জানা গিয়েছে, তদন্তের স্বার্থে চলতি মাসে সুকন্যা মণ্ডলকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।
সূত্রের খবর, আগামী ২৭ অক্টোবর অনুব্রত মণ্ডলের একমাত্র কন্যা সুকন্যা মণ্ডলকে, তাঁর আয়-ব্যয়ের হিসেব নিয়ে দিল্লিতে তলব করেছে ইডি। তবে তিনি হাজিরা দেবেন কিনা তা নিয়ে এখনও কোনও খবর মেলেনি।
জানা গিয়েছে, সুকন্যার নিজের তিনটি ব্যবসায়িক সংস্থার উপর নজর রয়েছে তদন্তকারী সংস্থার অফিসারদের। সেই সংস্থাগুলির আচমকাই লাগামহীন আয় বৃদ্ধি কবে থেকে কিভাবে আয় বাড়লো সমস্তটা খতিয়ে দেখছেন অফিসাররা। সূত্রের খবর, ২০২১-২২ সালে অনুব্রত কন্যার বার্ষিক আয় ৯২ লক্ষ ৯৭ হাজার ৬০০ টাকা। যা বছর ছয়েক আগে ছিল ৩ লক্ষ ১০ হাজার টাকা মতো। মাত্র ছ’বছরের আকাশ সমান আয় বৃদ্ধি, যা নজর কেড়েছে আধিকারিকদের।
প্রসঙ্গত, যদিও গত বুধবার সিবিআই তরফ থেকে সুকন্যার সংস্থা এনএনএম এগ্রোকেম ফুডস’ এর আয় বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতেই সংস্থার আয় ব্যয় বিস্তারিত চেয়ে পাঠিয়েছিল তদন্তকারী সংস্থার অফিসাররা। যদিও সেই চিঠিরই এখনও পর্যন্ত কোনও সাড়া দেননি অনুব্রত কন্যা।