মহানগর ডেস্কঃ ক্রমাগত অস্বস্তি বেড়েই চলেছে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের। একদিকে ইডি গ্রেফতারের পরে অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে যখন জিজ্ঞাসাবাদের সম্ভাবনা প্রকট সেই মুহূর্তে দাঁড়িয়ে পুনরায় অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে তলব করে বসল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ১ ডিসেম্বর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে সূত্রের খবর। আবার আশ্চর্যজনক ভাবে ওইদিনই দিল্লি হাইকোর্টে অনুব্রত সংক্রান্ত একটি মামলা উঠতে চলেছে।
সম্প্রতি গরু পাচার কান্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল গ্রেফতার হন। আর তাঁর গ্রেফতারির পর থেকেই ক্রমাগত কেঁচো খুড়তে বেরিয়ে আসছে সাপ। অনুব্রতর ঘনিষ্ঠ আত্মীয়, তাঁর কন্যা সকলের নামে এক এক করে মিলতে থাকে বিপুল সম্পত্তির হদিশ। কন্যা সুকন্যার নামে একাধিক কোম্পানি এবং বিপুল জমির সন্ধান পায় তদন্তকারী অফিসারেরা।
২০১৪ সালে সুকন্যা মণ্ডলের আয় যেখানে ছিল তিন লক্ষ টাকার আশেপাশে, সেখানে গত দুই বছরে সেই অর্থের পরিমাণ গিয়ে দাঁড়ায় কোটি টাকার কাছাকাছি। এরপর থেকে ইতিমধ্যে তিন তিনবার দিল্লিতে ইডির মুখোমুখি হয়েছেন অনুব্রত-কন্যা। তবে বর্তমানে সুকন্যার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ সামনে এসেছে। এক্ষেত্রে লটারি কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।
পরিসংখ্যান অনুযায়ী, লটারির টিকিট কেটে লক্ষ লক্ষ টাকা ঢুকেছে সুকন্যার ব্যাঙ্ক একাউন্টে। ফলে এই সকল অর্থ লটারি কেটে পাওয়া নাকি কালো টাকা সাদা করার চক্রান্ত সেই বিষয়টিতেই নজর রয়েছে তদন্তকারী আধিকারিকদের। আর সেই বিষয়েই সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে মনে করা হচ্ছে। আপাতত অনুব্রত এবং তাঁর কন্যা সুকন্যা মণ্ডলের ভবিষ্যৎ কী হয় সেইদিকেই তাকিয়ে গোটা বাংলা।