Home Featured ANUBRATA MONDAL: অ্যারেস্ট মেমোতে সই করেননি অনুব্রত, দিল্লি গেলেন ইডি অফিসারেরা

ANUBRATA MONDAL: অ্যারেস্ট মেমোতে সই করেননি অনুব্রত, দিল্লি গেলেন ইডি অফিসারেরা

by Arpita Sardar
anubrata mondal, enforcement dire

মহানগর ডেস্কঃ গরু পাচার মামলায় অভিযুক্ত জেলবন্দী অনুব্রত মণ্ডলকে চলতি সপ্তাহের বৃহস্পতিবার গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টর। শুক্রবারই অনুব্রতকে আসানসোল সিবিআই আদালতে হাজির করানোর কথাও ছিল। এদিকে ইডির তরফে জানানো হয়েছে অ্যারেস্ট মেমোতে সইই করেননি অভিযুক্ত অনুব্রত মণ্ডল। ফলত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আনার জন্য দিল্লিতে উড়ে গিয়েছেন ইডি আধিকারিকেরা।

তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে আসার জন্য রাজধানীর ইডি আদালত থেকে কোর্টে হাজির করানোর ওয়ারেন্ট জারি করা হতে পারে। বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা ধরে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তদন্তের তথ্য শুক্রবার দিল্লির আদালতে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।

অনুব্রতকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে বলেই দিল্লির আদালতের কাছে আবেদন জমা দেওয়া হবে বলে সূত্রের খবর। আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ যাতে অনুব্রত মণ্ডলকে দিল্লি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে সেই আবেদন জানানো হবে বলেও জানা যাচ্ছে। একইসঙ্গে অনুব্রত মণ্ডলকে আদালতে হাজির করানোর জন্য জারি করা হতে পারে প্রোডাকশন ওয়ারেন্টও।

বিশেষজ্ঞদের দাবি, যেহেতু অনুব্রত মণ্ডল অ্যারেস্ট মেমোতে সই করেননি সেহেতু আসানসোল আদালতে সেই নথি জমা দিয়ে তাঁকে দিল্লিতে নিয়ে যেতে পারেননি ইডি আধিকারিকেরা। আর সেই একই কারণে ওয়ারেন্ট আনতে তাঁদের ছুটতে হয়েছে দিল্লিতে। সেক্ষেত্রে দিল্লির আদালতই অনুব্রতর নামে জারি করতে পারে এই প্রোডাকশন ওয়ারেন্ট।

You may also like