মহানগর ডেস্ক : ভালো করে দেখতে হবে। তা না হলে দেখে বোঝার জো নেই সাদা জার্সি পড়ে বল হাতে ওটা কে? ঝুলন নাকি অনুষ্কা শর্মা। হাতের লাল বল তীরগতিতে ব্যাটসম্যানদের উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছেন পর্দার ‘ঝুলন’ অনুষ্কা। তখন আবার আউট করার পর আনন্দে লাফিয়ে উঠছেন। আবার কখনো মাঠের অন্য প্রান্তে গিয়ে ফিল্ডিং এমন দিচ্ছেন। ভাবছেন এত কিছু কোথায়। আরে ঠিক আপনার পাড়ায় হাওড়া ময়দান। বিশ্বাস হচ্ছে না তো। না হওয়াটাই তো স্বাভাবিক।
ঝুলন গোস্বামী বায়োপিক চাকদা এক্সপ্রেসের শুটিং স্থল আপাতত এটি। তাই এই সময় দেই তাকে ফ্রেমবন্দি করা সম্ভব হয়েছে। জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী জীবনী বিষয়ক গল্প নিয়ে তৈরি হচ্ছে চাকদা এক্সপ্রেস। নদীয়ার চাকদা থেকে ভারতীয় মহিলা ক্রিকেটের অধিনায়ক হয়ে ওঠার যাত্রাপথ, কার অনুপ্রেরণার গল্প নিয়ে আসছেন অনুষ্কা। মহিলাদের একদিবসীয় ক্রিকেট সর্বোচ্চ সংখ্যক উইকেট এর অধিকারী বাংলার মেয়ে ঝুলন গোস্বামী। ইচ্ছে থাকলে ঘাত-প্রতিঘাত জয় করেছে আকাশ ছোয়া যায় সেই বাস্তবের রূপকথা আসতে চলেছে বড় পর্দায়। শুক্রবার হাওড়া ময়দানে চাকদা এক্সপ্রেস শুটিং চলাকালীন অনুষ্কার কয়েক মুহূর্তের ছবি ফ্রেমবন্দি হয়েছে।
প্রসঙ্গত, ছবির জন্য আন্দুল স্টেশন সহ রাজবাড়ীর মাঠ এর শুটিং করেছেন বলে অভিনেত্রী এছাড়া ব্যাট হাতে নেমেছেন ইডেনের ময়দানেও। পুরোটাই পুলিশ প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে করা হয়েছে। আপাতত বেশ কয়েকদিন ধরে কলকাতাতেই রয়েছেন অনুষ্কা। এবং থাকবেন আরও বেশ কয়েকটা দিন। অস্ট্রেলিয়ায় আইসিসি ওমেন্স টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে পাড়ি দিয়েছেন তাদের স্বামী বিরাট কোহলি। অর্থাৎ স্বামী-স্ত্রী দুজনেই এখন ব্যাট হাতে মাঠে নেমে পড়েছেন রান তাড়া করতে।