Home Entertainment Anushka Sharma : কলকাতাতে বসেই সব্যসাচীর শাড়িতে দিওয়ালির পটাকা অনুষ্কা, হাঁ হয়ে গেলেন বিরাট

Anushka Sharma : কলকাতাতে বসেই সব্যসাচীর শাড়িতে দিওয়ালির পটাকা অনুষ্কা, হাঁ হয়ে গেলেন বিরাট

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : দিওয়ালি মানে আতশবাজি, চারিদিকে আলোয় আলো। তবে বলে তারকাদের জন্য আতসবাজির রোশনাই এবং পটাকা ফাটানোর সঙ্গে ফ্যাশনটাও যেন বিরাট ব্যাপার। আর বিরাট বলতেই মনে পড়ল এখন কলকাতাতেই রয়েছেন অনুষ্কা। তার আগাম ছবি চাকদা এক্সপ্রেসের জন্য। তাই মুম্বাইতে না থাকলেও কলকাতাতে বসেই সেলিব্রেট করছেন দিওয়ালি। কবের মরসুমে সব্যসাচীর শাড়িতে অনুষ্কা হয়ে উঠলেন যেন অনন্যা। কেন উৎসবের সব স্পটলাইট কেড়ে নিয়েছেন একাই।

একেবারে ট্র্যাডিশনাল পোশাকে তাক লাগিয়েছেন তিনি। যার সঙ্গে মিশে আছে সামান্য সেক্সি লুক। সবমিলিয়ে সোশ্যাল মাধ্যমে ভাইরাল তিনি। অনুরাগীরা তার সাহস দেখে মুগ্ধ। ছবিতে সবুজ ব্লিং ব্লাউজের সঙ্গে সবুজ সিকুইন শাড়ি পড়েছেন তিনি। তবে গোটা শাড়ি রফলস ও পলকা ডটে ভরা। তবে সাজগোজ বিন্দুমাত্র। সামান্য মেকআপ এবং চিরচেনা হেয়ার স্টাইল ধরা দিয়েছেন তিনি।

যে ছবি দেখে মন গলেছে মেলবোর্নে বসে থাকা বিরাটের। সঙ্গে সঙ্গে প্রশংসা করেছেন অনুষ্কার। এইমুহূর্তে বিরাট টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে ব্যস্ত। দেশ ছেড়েছেন তিনি খেলার কারণে। অন্যদিকে স্ত্রীও ২২ গজে ছক্কা হাঁকাতে ব্যস্ত। পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন ঝুলন গোস্বামীর থেকে। সব মিলিয়ে স্বামী-স্ত্রী এখন ২২ গজেই সংসার পেতেছেন।

You may also like