মহানগর ডেস্ক : বিরাট কোহলি দেখতে দেখতে ৩৪ বছরে পা দিয়ে ফেললেন ভারতীয় এই ক্রিকেটার। আর ভারতীয় দলের এই অন্যতম রান মেশিনের জন্মদিনে শুভেচ্ছা বার্তায় ভেসে গিয়েছে সোশ্যাল মাধ্যম। এর মাঝেই নজর করলেন অনুষ্কা শর্মা। বরের জন্মদিনকে আরো রঙিন করতে ছবি শেয়ার করলেন সোশাল মাধ্যমে যা দেখে হেসে কুটো পাটি নেটনাগরিকরা।
বিরাটের বিভিন্ন মজাদার ছবি শেয়ার করে অনুষ্কা লিখেছেন,’ আজ তোমার জন্মদিন ভালোবাসা। তাই খুব স্বাভাবিক যে আমি তোমার সব দিকটা তুলে ধরব আজ শসার মাধ্যমে। তোমার সব অবস্থা সব পরিস্থিতিতেই আমি তোমাকে ভালবাসি’।
তারপরেই একে একে মজাদার ছবি ভেসে উঠেছে অনুষ্কার ইনস্টাগ্রামে। এই মুহূর্তে ভারতীয় দলের এই প্রাক্তন অধিনায়ক ব্যস্ত অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে। অন্যদিকে শুধু কলকাতা থেকে বাড়ি ফিরেছেন অনুষ্কা। বেশ কয়েকদিন কাটিয়েছেন কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চলে। কারণ অবশ্যই ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেস। তবে এত ব্যস্ততার মাঝেও মিস করছেন না বিরাটের একটি ইনিংসও। তা অন্তত নেটের মাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে।