Home Entertainment Anushka-Virat : উত্তরাখণ্ড ভ্রমণে ‘বিরুস্কা’… ভক্তদের সঙ্গেও দিলেন পোজ

Anushka-Virat : উত্তরাখণ্ড ভ্রমণে ‘বিরুস্কা’… ভক্তদের সঙ্গেও দিলেন পোজ

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : ভারতীয় প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সস্ত্রীক বেরিয়েছেন উত্তরাখণ্ড ভ্রমণে। যদিও সেই ভ্রমণের টুকরো টুকরো ছবি মাঝেমধ্যেই ভেসে আসছে সোশ্যাল মিডিয়াতে। বিরাট-অনুষ্কা এবং তাদের মেয়ে ভামিকা এখন জমিয়ে ছুটি কাটাচ্ছেন শহর থেকে দূরে পাহাড়ের কোলে। তবে মাঝেমধ্যেই ভক্তদের আবদার মেটাতে তাদের পাশে দাঁড়িয়ে পড়ছেন। দিচ্ছেন পোজ। প্রতি বিরাট-অনুষ্কার দেখা পাওয়া গেল নৈনিতালের কিঞ্চল ধামে। সেখানে হনুমান মন্দিরে একদল ভক্তদের সঙ্গে দেখা হল তাদের।

সেখানেই ভক্তদের সঙ্গে দেখা করলেন এবং তাদের আবদার মেটাতে ছবি তুললেন তাদের সঙ্গে। সেই ছবি অবশ্য ভক্তরা নিজেরাই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। একদিন কয়েক আগে মুম্বাই এয়ারপোর্টে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। যদিও তখন অবশ্য নিজেদের আগাম যাত্রা নিয়ে ঘোষনা করেননি কেউ। দুজনকেই দেখা গিয়েছিল সাদা সোয়েট শার্ট এবং কালো প্যান্টে। যদিও ভামিকাকে দেখা যায়নি তখন।

আপাতত কাজের দুনিয়া থেকে বেশ কিছু দিন ছুটিতে রয়েছেন দুজনে। অনুষ্কা শেষ করেছেন ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেসের শুটিং। যার কাজে কয়েকদিন তাকে থাকতে হয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। এর আগে তাকে শেষবার দেখা গিয়েছিল শাহরুখ-ক্যাটরিনা অভিনীত জিরো ছবিতে।

You may also like