মহানগর ডেস্ক : ভারতীয় প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সস্ত্রীক বেরিয়েছেন উত্তরাখণ্ড ভ্রমণে। যদিও সেই ভ্রমণের টুকরো টুকরো ছবি মাঝেমধ্যেই ভেসে আসছে সোশ্যাল মিডিয়াতে। বিরাট-অনুষ্কা এবং তাদের মেয়ে ভামিকা এখন জমিয়ে ছুটি কাটাচ্ছেন শহর থেকে দূরে পাহাড়ের কোলে। তবে মাঝেমধ্যেই ভক্তদের আবদার মেটাতে তাদের পাশে দাঁড়িয়ে পড়ছেন। দিচ্ছেন পোজ। প্রতি বিরাট-অনুষ্কার দেখা পাওয়া গেল নৈনিতালের কিঞ্চল ধামে। সেখানে হনুমান মন্দিরে একদল ভক্তদের সঙ্গে দেখা হল তাদের।
Virushka With Fans In Kainchi Dham, Nainital Yesterday 😍🖤@imVkohli @AnushkaSharma #Virushka #Neemkarolibaba pic.twitter.com/FgWURrHNXp
— virat_kohli_18_club (@KohliSensation) November 18, 2022
I am grateful to our founder @HanumanDassGD and our organisation @GoDharmic for sharing Maharajis prasad all over the world.I sit here at Kakrighat, Neem Karoli Baba temple with @imVkohli and @AnushkaSharma content to feel the peace and unconditional love of Neem Karoli Baba pic.twitter.com/wlGM0osia9
— Mayank Pratap Singh (@mayankbhadouri5) November 18, 2022
সেখানেই ভক্তদের সঙ্গে দেখা করলেন এবং তাদের আবদার মেটাতে ছবি তুললেন তাদের সঙ্গে। সেই ছবি অবশ্য ভক্তরা নিজেরাই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। একদিন কয়েক আগে মুম্বাই এয়ারপোর্টে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। যদিও তখন অবশ্য নিজেদের আগাম যাত্রা নিয়ে ঘোষনা করেননি কেউ। দুজনকেই দেখা গিয়েছিল সাদা সোয়েট শার্ট এবং কালো প্যান্টে। যদিও ভামিকাকে দেখা যায়নি তখন।
আপাতত কাজের দুনিয়া থেকে বেশ কিছু দিন ছুটিতে রয়েছেন দুজনে। অনুষ্কা শেষ করেছেন ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেসের শুটিং। যার কাজে কয়েকদিন তাকে থাকতে হয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। এর আগে তাকে শেষবার দেখা গিয়েছিল শাহরুখ-ক্যাটরিনা অভিনীত জিরো ছবিতে।