মহানগর ডেস্ক: প্রায় দু’দশক ধরে টলি পাড়া কাপাচ্ছে দাপুটে অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এখন তিনি বাংলার সুপাস্টার লক্ষ্মী কাকিমা। অভিনয় জগতে থেকেও তার নিয়ে রটেনি কুৎসা, ছুড়াছুড়ি হয়নি কাদা। বারে বারে চর্চিত হয়েছে তার লড়াকু অভিনয়। কিন্তু এবার সেই অভিনেত্রী কিনা দুজন পুরুষের প্রতি তার অনুরাগের প্রকাশ করে দিলেন। এমনটা যেন হবার ছিল না।
অভিনেত্রী একাধিক সাক্ষাৎকারে দেখবি অমিতাভ বচ্চন এর প্রতি তার অনুরাগের কথা অকপটে স্বীকার করেছেন। কিন্তু এবার শুধু অমিতাভ নয়, আরও একজনকে তিনি ভালোবাসেন বলে জানিয়েছেন। প্রথম বার যখন তার সেই মুগ্ধতার পুরুষের সঙ্গে দেখা হয়, তখন কাছাকাছি আসার সুযোগ হয়নি। কিন্তু দ্বিতীয় বার সমুক্ষে দেখা হতেই, কথা বললেন, হাতও ধরলেন, ছুঁয়ে দেখলেন সেই মানুষটাকে। তারপর নিজের আবেগ ধরে রাখতে না পেরে সটান বলে দিলেন, ‘আই লভ ইউ’। আর তিনি হলেন জগ্গা বাসুদেব ওরফে ‘সদ্গুরু’।
অভিনেত্রী অপরাজিতা আঢ্য জানান, ‘‘এ যেন স্বপ্ন সত্যি হওয়ার মতো।’’ এক বার নয়, দু’বার স্বপ্ন সত্যি হল তাঁর। অভিনেত্রীর কথায়, ‘‘জীবনে যে দু’জন পুরুষের প্রতি তাঁর সর্বোচ্চ সম্মান, শ্রদ্ধা রয়েছে তাদের একজন বিগ বি, অন্য জন সদ্গুরু। প্রথম বার দেখেছিলাম অনেকটা দূর থেকে। এ বার সুযোগ হল একেবারে কাছাকাছি যাওয়ার। তাঁর কাছাকাছি আসা মাত্রই সাত পাঁচ না ভেবেই বলে দিই ‘আই লভ ইউ’। প্রত্যুত্তরে তিনি হেঁসে শান্ত ভাবে আমার হাতটা ধরলেন। আর একটা চমৎকার ঘটনা, উপহারও দিলেন আমাকে।
’’সদ্গুরুর দেখা পেয়ে আপ্লুত অপরাজিতা পরে ‘ওম শান্তি ওম’-এর সংলাপ উল্লেখ করে লেখেন, ‘‘আমার মন বলে, গোটা বিশ্ব আমার জীবনে এই দিনটার জন্য ষড়যন্ত্র করেছিল, স্বপ্ন সত্যিই হয়।’’