মহানগর ডেস্ক : শুটিং সেরে ফিরছিলেন তিনি। আচমকা তার গাড়িকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। একটুর জন্য রক্ষা পেয়ে গেলেন অপরাজিতা আঢ্য। বৃহস্পতিবার ছবির নতুন কাজের প্রচারে এসেছিলেন স্টুডিওতে। লক্ষ্মী কাকিমা সুপারস্টারের শুটিং শেষ করে বাড়ি ফিরতে হয়েছিল প্রায় রাত বারোটা মতো। স্টুডিও থেকে ফোন আসায় একটুর জন্য যেতে হয়েছিল রূপটান ঘরে। সেই সময় তার গাড়িকে লক্ষ্য করে এলো পাথারি ইট বৃষ্টি শুরু হয়।
অভিনেত্রীর কথা অনুযায়ী স্টুডিওর সামনেই রাখা ছিল তার গাড়ি। দাদার ফোন আশায় সেট ছেড়ে স্টুডিও থেকে বের হয় মেকআপ রুমে গিয়েছিলেন তিনি। বাকি সবাই তখন শটে ছিল। সেই সময় স্টুডিওতে থাকলে অন্য কারোর ক্ষতি হতে পারতো। তবে তার গাড়িটা সামনে থাকায়, সেটাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঁচ ভেঙে গিয়েছে দুমড়ে গিয়েছে কিছুটা অংশ।
রাত গড়ালেও শুটিংয়ের কারণে লোকজনের আনাগোনা লেগে থাকে শুটিং পাড়ায়। সবার অলকে কী ভাবে ইট এসে পড়েছে সেই নিয়ে প্রশ্ন উঠেছে নায়িকার মনে। এভাবে কাজের মানসিক স্থিতি ক্ষতি হয় এটাও মানছেন তিনি।
উল্লেখ্য অভিনেত্রী যে নিজের গাড়িকে ভীষণ ভালোবাসতেন সে কথা আগেও জানিয়েছিলেন তিনি। তাই নিজের প্রিয় গাড়ির এমন ক্ষতি হওয়ায় মন খারাপ তার। ঘুমের ওষুধ খেয়েও ঘুমাতে পারেনি অভিনেত্রী। কান্নাকাটিও করেছেন সকালে উঠে।