মহানগর ডেস্ক: বন্দুক হাতে নাচছেন আপ প্রার্থী (App Candidate Dancing With Gun) । তাঁর সঙ্গে নাচছেন আরও অনেকে। আপ প্রার্থীর নাচ দেখে মনে হচ্ছে তিনি মত্ত! সঙ্গী-সহ আপ প্রার্থী নাচছেন বিখ্যাত গান মুঙ্গদার সুরে। দিল্লির মিউনিসিপাল নির্বাচনের আগে আপ প্রার্থীর বন্দুক হাতে নাচের ভিডিও প্রকাশ করে বোমা ফাটিয়ে দিল বিজেপি। ভোটের আগে তারা একটার পর একটা আপ নেতা-কর্মীদের ভিডিও ক্লিপ ফাঁস করে চলেছে। এটি তার সাম্প্রতিকতম সংযোজন। বিজেপির (BJP Spokeperson) শেহজাদ পুনওয়ালা ভিডিওটি শেয়ার করে মন্তব্য করেছেন, দিল্লির মিউনিপালিটি ভোটের প্রার্থী যোগিন্দর বান্টি নিজের জোস দেখাতে মত্ত হয়ে পিস্তল নিয়ে নাচছে। তাদের মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত, প্রার্থীরা সবাই গুন্ডা। এটাই আসল চেহারা আম আদমি পার্টির। কিন্তু কেজরিওয়াল তাঁকে দল থেকে তাড়াবেন না, কারণ এই প্রার্থী ভারতরত্ন পাওয়ার যোগ্য।
ভোটের আগে আপকে কোণঠাসা করতে মরীয়া হয়ে ওঠা বিজেপি কিছুদিন আগে তিহার জেলে থাকা আপ নেতা সত্যেন্দ্র জৈনের একটি ভিডিও শেয়ার করেছিল বিজেপি। তাতে দেখা গিয়েছিল জেলকক্ষে রিঙ্কু নামে এক ধর্ষণকারীকে দিয়ে ম্যাসেজ করাচ্ছেন আপের নেতা। ভিডিও শেয়ার করে তারা অভিযোগ করেছিল জেলে আপ নেতা ভিভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছেন। আরেকটি ভিডিও তারা শেয়ার করে, যাতে দেখা গিয়েছে জেলবন্দি আপ নেতা সাসপেন্ড হওয়া জেল সুপারিন্ডেন্টের সঙ্গে কথা বলছেন। ভিডিওটি শেয়ার করে শেহজাদা জানিয়েছেন, প্রচারমাধ্যম আরও একটি ভিডিও সামনে নিয়ে এসেছে। এবার সত্যেন্দ্র জৈনের দরবারে হাজির হয়ে জেল সুপারিনটেনডেন্ট খোশগল্প করছেন, যিনি বর্তমানে সাসপেন্ড। প্রসঙ্গত দিল্লি মিউনিসিপাল ভোটে আপকে কোণঠাসা করতে এমন বেশ কিছু চাঞ্চল্যকর ভিডিওকে হাতিয়ার করেছে বিজেপি। আপ নেতা সত্যেন্দ্র জৈনের ভিডিও-র এবার তারা হাতিয়ার করেছে বন্দুক হাতে মত্ত অবস্থায় বিজেপি প্রার্থীর নাচ। আপের আসল চেহারা সামনে আনতে তারা শুরু করেছে স্টিং অপারেশন। এই ভিডিওগুলি তারই একটি। আগামী মাসের চার তারিখে হতে চলেছে মিউনিসিপালিটির নির্বাচন।