Home Entertainment TATA: অ্যাপেল কারখানা অধিগ্রহণ করতে বড় পদক্ষেপ টাটার

TATA: অ্যাপেল কারখানা অধিগ্রহণ করতে বড় পদক্ষেপ টাটার

by Arpita Sardar
apple, wistron, iphone, tata, china, india

মহানগর ডেস্কঃ টাটা গোষ্ঠীর তরফে শুরু হয়ে গিয়েছে ভারতে আইফোন প্রস্তুত করার তোড়জোড়। ভারতের মাটিতে আইফোন তৈরি করার জন্য টাটা এবার অধিগ্রহণ করতে চলেছে অ্যাপেলের প্রোডাকশন প্ল্যান্ট উইস্ট্রন। সূত্রের খবর, ভারতের উইস্ট্রনের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি টাটা কিনে নিতে চলেছে। টাটা গোষ্ঠী বিপুল পরিমাণ অর্থে অধিগ্রহণ করতে চলেছে তাইওয়ানের এই কারখানাটিকে।

টাটা গোষ্ঠী উইস্ট্রনের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি কেনার জন্য টাটা গোষ্ঠীর তরফে ৬১২.৬ মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হতে পারে বলে জানা যাচ্ছে। যার পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ৫০০০ কোটি টাকা। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে টাটা কিংবা অ্যাপেল গোষ্ঠীর উইস্ট্রনের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয়নি।

পাশাপাশি আরও জানা যাচ্ছে, এই ৫০০০ কোটি টাকার যদি সফল হয় তাহলে ভারতে তৈরি হতে চলেছে এক নতুন ইতিহাস। টাটা গোষ্ঠী প্রথম ভারতীয় সংস্থা হিসেবে তৈরি করবে আইফোন। যেটা এতদিন পর্যন্ত করত তাইওয়ানের উইস্ট্রন সংস্থা।

কয়েকদিন আগে জানা গিয়েছিল, টাটা গোষ্ঠী ভারতে আইফোন প্রস্তুত করার জন্য উইস্ট্রনের সঙ্গে যৌথ উদ্যোগে জয়েন্ট ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলার ভাবনা চিন্তা করছে। এই মুহূর্তে উইস্ট্রন ছাড়াও ভারতে অ্যাপেলের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে সেগুলি হল, পেগাট্রন, ফক্সকন।

এমনিতেও চিনে iphone 14pro মডেল উৎপাদন ব্যহত হয়েছে। এর আগে অ্যাপেলের তরফে ঘোষণা করা হয়েছিল চিন থেকে তাঁদের প্ল্যান্ট ভারতে স্থানান্তরিত করা হবে। এখনও পর্যন্ত আই ফোনের ১২, ১৩ ও ১৪ মডেল প্রস্তুত হয়েছে। টাটা গোষ্ঠীর এই চুক্তি সফল হলে আগামী দিনে ভারতে আরও বেশি পরিমাণে আইফোন উৎপাদন করা যাবে।

You may also like