মহানগর ডেস্কঃ এই মুহূর্তে তিনি দেশের অন্যতম জনপ্রিয় গায়ক। তবে তিনি শুধু গায়কই নন। তাঁর অন্য এক পরিচিতি তিনি সমাজসেবক। সাধারণ মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ান তিনি। এই সেবার লক্ষ্যে ব্রতী হওয়ার নেপথ্যে রয়েছে তাঁর আদর্শ। মুম্বই কনসার্টে অরিজিৎ সিং জানিয়েছেন, তিনি স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে চলেন। নিজের জীবন একটু গুছিয়ে নিয়ে অন্যকে সাহায্য করার বার্তা গায়ক অরিজিৎ সিং-এর। তিনি বলেন, তিনি বরাবর স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়েছেন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থাও খুলেছেন।
অরিজিৎ সিং জিয়াগঞ্জে একটি হোটেল খুলেছেন। মাত্র ৩০ টাকাতেই সেখানে পাওয়া যাবে ভরপেট খাবার। ৩০ টাকা থেকে খাবার শুরু হওয়ায় সেখানে যাতায়াত করতে পারবেন মধ্যবিত্তরা। তবে দামের ক্ষেত্রেও রয়েছে ঊর্ধ্বসীমা। পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। পনির, চিকেন, মাটনও পাওয়া যায় এই হোটেলে। এই গায়কের দরাজ প্রশংসা করেছেন এলাকার বাসিন্দারাও। অরিজিৎ জানিয়েছেন, জিয়াগঞ্জ থেকেই তিনি এই কাজ শুরু করতে চান। কারণ তিনি মনে করেন, কোনও বদল আনতে গেলে তা নিজের বাড়ি থেকে শুরু করতে হয়।
অরিজিৎ সিং ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি কলকাতায় ইকো পার্কে আসছেন। এই শোয়ের টিকিট পাওয়ার জন্য রীতিমত মুখিয়ে আছেন ভক্তেরা। এই কনসার্টের টিকিটের সর্বাধিক মূল্য ৭৫ হাজার। কনসার্ট টিকিটের দাম শুরু হচ্ছে আড়াই হাজার থেকে। অনেকেই এই দাম নিয়ে সমালোচনা করেছিলেন। তবে অরিজিৎ সিং এর ভক্তরা দাঁড়িয়েছিলেন তাঁর পাশে। অরিজিৎ সিং জানান, তিনি একটি স্কুল তৈরি করতে চান। আর সেই লক্ষ্যেই তাঁর খরচ হতে চলেছে ১০০ কোটি। ইতিমধ্যেই সেই অর্থ তিনি জোগাড়ের চেষ্টা করছেন। আর সেই জন্য নিজের পাশ থাকার আহ্বান জানিয়েছেন ভক্তদের। তবে আর্থিক ভাবে নয়, ভক্তদের ভালবাসা চেয়েছেন তিনি।