Home Entertainment Arjun-Malaika: মালাইকাকে নিয়ে ভুয়ো খবরের চটলেন অর্জুন, দিলেন হুশিয়ারী

Arjun-Malaika: মালাইকাকে নিয়ে ভুয়ো খবরের চটলেন অর্জুন, দিলেন হুশিয়ারী

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : অর্জুন কাপুর এবং মালাইকা অরোরার ডেটিং নিউজ দীর্ঘদিন ধরেই হট গসিপ বলিউডে। বয়সের ফারাককে বিন্দুমাত্র কারণ না বানিয়ে যেভাবে একে অপরের প্রেমে মজেছেন তারা তা অবশ্যই বহু লোকের কাছে দৃষ্টান্ত। তাদের প্রেম নিয়েও চর্চা কম হয়নি। তবে সম্প্রতি মালাইকা অরোরা সম্পর্কে ছড়ানো মিথ্যে খবরে বেজায় চটলেন প্রেমিক অর্জুন। শুধু তাই নয় দিলেন হুশিয়ারিও।

সামাজিক মাধ্যমে ছড়িয়েছে মালাইকা অরোরা এবং অর্জুন দুজনে সন্তান জন্ম দেবার পরিকল্পনা করেছেন। যদিও দিন কয়েক আগে তাদের বিয়ে নিয়ে গুজব রটেছিল। এবার নতুন খবর সামনে এলো। মালাইকা অরোরার স্ফীত উদরের ছবি দিয়ে গুজব ছড়ানো হয়েছে সন্তান সম্ভবা অভিনেত্রী। তবে এই খবর যখন আগুনের মতো ছড়িয়ে পড়তে থাকে তখনই মুখ খোলেন অর্জুন। নিজেদের একটি ছবি দিয়ে তিনি লেখেন,’ এটাই দেখার ছিল কতটা নিচে নামতে পারো তোমরা। কতটা সহজ ভাবে তোমরা এগুলো লিখে দাও। কতটা বাজে ভাবে তোমরা এই জিনিসগুলো ছড়িয়ে দাও খবরের মধ্যে। সাংবাদিকতা মানে যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু তোমরা যেভাবে নিজেদের সামনে আনছো মিথ্যে খবর বানাচ্ছো তুষার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছো সেটা বেশি দিনের নয়। সত্যিটা সামনে আসবেই। এটা ঠিক না। দয়া করে আর কিছু মিথ্যে খবর প্রচার করো না তাহলে জিনিসটা ভালো হবে না। আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে খেলনা’।

উল্লেখ্য এই দুই তারকা বেশ কিছুদিন ধরেই সম্পর্ক রয়েছেন। যদিও গত বছর তারা সিদ্ধান্ত নেন তাদের সম্পর্ককে সামনে আনার। একাধিক ট্রোল মিমের শিকার হওয়ার পরেও তাদের সম্পর্ক এগিয়ে নিয়ে গেছেন তারা। শুধু তাই নয় ১২ বছরের বয়সের ফারাককে তুচ্ছ করে একে অপরকে প্রকাশ্যে জানিয়েছেন ভালোবাসার কথা।

You may also like