মহানগর ডেস্ক: দীর্ঘদিন ধরে গভীর চোখের সমস্যায় ভুগছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যার জন্য বারংবার চিকিৎসা করতে বাইরে যেতে হচ্ছে তাঁকে। কয়েক মাস আগেই চোখের সমস্যার জন্য বাইরে যেতে চেয়ে, ইডিকে চিঠি পাঠালে ইডি তাঁর বিদেশে সফরে বাধা দেওয়ার চেষ্টা করে। এই ঘটনার পর থেকেই বিরোধীদের বারংবার অভিষেকের এই চোখের সমস্যা নিয়ে কটাক্ষ করতে দেখা যায়। এমনকি সমস্তটাই নাটক বলেও অনেকে দাবি করেন। এমন অবস্থায় এদিন অভিষেকের চোখের ছবি পোস্ট করে বিরোধীদের জবাব ছুঁড়ে দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
এদিন কুণাল ঘোষের তরফ থেকে পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে, অভিষেকের চোখের মণি বাদে গোটা চোখটি টকটকে লাল হয়ে রয়েছে। তার সঙ্গে চোখের নিচে অস্ত্র পাচারের দাগ স্পষ্ট। দেখে মনে হচ্ছে, অভিষেকের মুখের ওইদিকটি ফুলে রয়েছে।
এমনই ছবিটি পোস্ট করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লেখেন, ‘যাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা ছড়াতে অভ্যস্ত। এমনকি তাঁর চোখের চিকিৎসা নিয়েও নানা কথা রটান, তাঁদের বলছি, ভাল করে ছবিটি দেখুন। ওঁর চোখের আজকের অবস্থাটা একবার দেখুন। একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম ছিলেন অভিষেক। সেখান থেকেই ওঁর চোখে ভয়ংকর চোট লাগে। কলকাতা সহ ভারতের অন্যত্র চিকিৎসা করিয়ে কোনও সুরাহা মেলেনি।’
এছাড়াও অভিষেকের এই চোখের সমস্যা নিয়ে কুণাল আরও লেখেন, ‘বেশিক্ষণ কোনও কিছু পড়লে চোখে ব্যথা হয় ওঁর। মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। কখনও কখনও ঘুমোতে পারে না। চোখ নিয়ে খুব কষ্ট পাচ্ছে ওঁ। এত জটিল অবস্থা যে একাধিক জায়গায় চিকিৎসা করেও চোখ ঠিক হচ্ছে না। তাই এটি আরও একটি চেষ্টা। আমেরিকায় অস্ত্রোপচার হয়েছে ওঁর চোখের। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। প্রার্থনা করি, অভিষেক দ্রুত সুস্থ হয়ে উঠুক। ওঁর চোখের স্বাভাবিকতা ফিরে আসুক।’