মহানগর ডেস্ক: নবী মহম্মদকে (Prophet Muhammad) নিয়ে অবমাননাকর মন্তব্যকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ (Uttarpradesh Police)। জানা গিয়েছে, এরইমধ্যে বেরিলিতে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সূত্র অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় জনতা পার্টির নেতার বিরুদ্ধে মন্তব্য করার জেরেও মামলা দায়ের হয়েছে ১ জনের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে, অভিযুক্তদের মধ্যে একজনের নাম কুলদীপ কুমার। সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট শেয়ার করার জেরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এদিন সোশ্যাল মিডিয়ায় হিংসাত্মক মনোভাব উস্কে দেওয়া বা আপত্তিকর মন্তব্য শেয়ার করা লোকেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেরেলি পুলিশ।
আরও পড়ুন: ’কোনও সমস্যা নেই মধুবালার বায়োপিক তৈরিতে’, বাবার দ্বিতীয় স্ত্রী সম্পর্কে জানালেন অমিত কুমার
প্রসঙ্গে বেরেলির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ জানিয়েছেন, তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে যাঁরা এই আপত্তিকর বিষয়বস্তু শেয়ার করছে, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র অনুযায়ী, নেটমাধ্যমে নবী মহম্মদের বিরুদ্ধে পোস্ট করার পরই ২৯৫এ ধারার অধীনে একটি এফআইআর রুজু করা হয়েছে। অন্যদিকে রেহান খানের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। যিনি বিজেপির প্রাক্তন নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।
অন্যদিকে জানা গিয়েছে, ইতিমধ্যেই অভিষেক ওরফে অভয় ভার্মা নামে পরিচিত এক ব্যক্তিকে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর বার্তা পোস্ট করার অভিযোগে সাহারানপুরে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কথায়, সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উস্কানি দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। ওই ব্যক্তির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা নথিভুক্ত করেছে পুলিশ। এদিকে প্রয়াগরাজ উন্নয়ন কর্তৃপক্ষ হিংসার পেছনের ‘মাস্টারমাইন্ড’ জাভেদ আহমেদের বাড়ি ভেঙে দিয়েছে। মূলত ১০ জুন প্রয়াগরাজ সহ উত্তর প্রদেশের আরও বেশ কয়েকটি জায়গা অশান্ত হয়ে উঠেছিল বিজেপির প্রাক্তন নেত্রীর মন্তব্যকে ঘিরে।