Home Featured Narendra Modi: প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেফতার, মোদির চপার লক্ষ্য করে গ্যাস বেলুন ওড়াল কংগ্রেস

Narendra Modi: প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেফতার, মোদির চপার লক্ষ্য করে গ্যাস বেলুন ওড়াল কংগ্রেস

by Anamika Nandi
Narendra Modi: প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেফতার, মোদির চপার লক্ষ্য করে গ্যাস বেলুন ওড়াল কংগ্রেস

মহানগর ডেস্ক: অন্ধ্রপ্রদেশ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এর মাঝে সোমবার বিশেষ হেলিকপ্টারে করে বিজয়ওয়াড়া যাওয়ার সময় নমোর চপারের কাছাকাছি উড়ে আসে এক ঝাঁক কালো রঙের গ্যাস বেলুন। সুত্র অনুযায়ী, ওই বেলুন স্থানীয় কংগ্রেস কর্মীরা উড়িয়েছিলেন। এখনও পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, চারজনই হাত-শিবিরের কর্মী।

ঘটনা প্রকাশ্যে আসতেই আঙুল উঠেছে কংগ্রেসের দিকে। মোদির সফরের সময় এমনিতেই বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি ছিল হাত শিবিরের। বিমানবন্দরে নমো পা রাখতেই স্থানীয় কংগ্রেসকর্মীরা মোদি বিরোধী স্লোগান দিতে শুরু করেছিলেন। এমনকি তাঁদের হাতে ছিল প্রধানমন্ত্রী বিরোধী পোস্টার ও ব্যানারও। সূত্র অনুযায়ী, বেশ কয়েকজন কংগ্রেস কর্মীর হাতে কালো রঙের গ্যাস বেলুন দেখা গিয়েছে সেই সময়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যার সত্যতা এখনও যাচাই করা যায়নি।

সেই ভিডিওতে দেখা গিয়েছে, একটি বাড়ির ছাদে সাদা জামা পড়া একজন ব্যক্তি এক ঝাঁক কালো বেলুন হাতে দাঁড়িয়ে। কয়েক সেকেন্ড পরেই বেশ কয়েকটি চপার উড়ে আসে। সম্ভবত সেগুলি প্রধানমন্ত্রীর সুরক্ষা বাহিনীর কপ্টার। এরপর ওই ব্যক্তিকে কপ্টার লক্ষ্য করে কালো বেলুনগুলি ছেড়ে দিতে দেখা যায়।

আরও পড়ুন: মমতার পরবর্তী লক্ষ্য প্রধানমন্ত্রীর পদ? উত্তর দিলেন মুখ্যমন্ত্রী নিজে

পরমুহূর্তেই সেই বেলুনগুলি প্রধানমন্ত্রীর চপারের কাছাকাছি চলে যায়। তা দেখে ওই ব্যক্তিকে আনন্দে আত্মহারা হতেও দেখা গিয়েছে। সেইসঙ্গে তিনি স্লোগান দেন “মোদি গো ব্যাক”। অন্ধ্রপ্রদেশের গান্নাভরম বিমানবন্দর থেকে বিশেষ হেলিকপ্টারে বিজয়ওয়াড়া যাচ্ছিলেন নমো। হেলিকপ্টারটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই কেসরপল্লী এলাকায় ঘটনাটি ঘটেছে। এমনিতে ওই এলাকা দিয়ে কোনও ভিআইপির হেলিকপ্টার উড়লে, বেলুন বা ড্রোন ওড়ানো নিষিদ্ধ। এদিনের এই ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ঘটনাটি নিয়ে খতিয়ে দেখছে প্রশাসন।

You may also like