মহানগর ডেস্ক: চিকিৎসা বিজ্ঞানের চমৎকার (Miracle Of Medical Science)! আর সেই চমৎকারেরই জাদুতে এক ক্যানসার আক্রান্ত মহিলার হাতে নাক (Artificial Nose) তৈরি করলেন ফ্রান্সের চিকিৎসকরা। তারপর তা প্রতিস্থাপন করলেন ওই রোগিনীর নাকের জায়গায়। মারণ ক্যানসারে তাঁর নাকটি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। ২০১৩ সালে তৌলুসের বাসিন্দা ওই মহিলা তাঁর নাসাল ক্যাভিটি ক্যানসারের চিকিৎসা করাত গিয়েছিলেন। রেডিওথেরাপি ও কেমোথেরাপি করাতে গিয়ে তাঁর খোয়া যায়। নাক প্রতিস্থাপনের অনেক চেষ্টা করেও সফল না হওয়ায় তাঁকে নাক ছাড়াই বহুদিন কাটাতে হয়। শেষপর্যন্ত ফরাসি শল্যচিকিৎসকদের চমৎকারিত্বে তিনি আবার তাঁর নাক ফিরে পেয়েছেন, যা অবিশ্বাস্য এবং ভাবনার বাইরে বলেই মনে করা হচ্ছে। সেইসঙ্গে আধুনিক চিকিৎসার গুণে নিজের পায়ে নাক গজিয়ে আবার নাক-সহ নতুন জীবন পেলেন ফ্রান্সের ওই মহিলা। যদিও পদ্ধতিটা জটিল এবং প্রায় অকল্পনীয়।
ইভিনিং স্ট্যান্ডার্ড পত্রিকা জানিয়েছে, থ্রিডি প্রিন্টেড বায়োমেটেরিয়াল থেকে তৈরি একটি কাস্টম নাক ওই ক্যানসার আক্রান্তের জন্য প্রথমে তৈরি করা হয়। এরপর তাঁরা তাঁর কপাল থেকে স্কিন গ্রাফটের মাধ্যমে সেটি পায়ে প্রতিস্থাপন করেন। সেটি বাড়তে দু মাস অপেক্ষা করা হয়। তারপরই রোগিনীর মুখে নাকের জায়গায় প্রতিস্থাপন করা হয়। তৌলুস ইউনিভার্সিটি হাসপাতাল কনুইয়ে নাক গজানোর ছবি পোস্ট করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে নতুন নাক মঙ্গলবার সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। ফেসবুকে ফরাসি ভাষায় লেখা ক্যাপশানে জানানো হয়েছে প্রতিস্থাপন সফল হয়েছে। প্রথমে কনুইয়ে সেটি বসিয়ে দু মাস ধরে মেডিকেল ডিভাইসে সেটি বড় করা হয়। ওই ডিভাইসটি নাকের মধ্যে বসিয়ে তা মাইক্রো সার্জারির সাহায্যে সফলভাবে রি ভ্যাসকুলারাইজড করা হয়েছে। দশদিন হাসপাতালে থাকা ও তিন সপ্তাহ অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর রোগিনী এখন ভালো আছেন। তাঁর ওপর সর্বক্ষণ নজরদারি চালানো হচ্ছে।