Home Featured Arvind Kejriwal Appeals: টাকায় লক্ষ্মী-গণেশের ছবি, গুজরাতে ভোটের মুখে নমোকে আর্জি কেজরিওয়ালের

Arvind Kejriwal Appeals: টাকায় লক্ষ্মী-গণেশের ছবি, গুজরাতে ভোটের মুখে নমোকে আর্জি কেজরিওয়ালের

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: ভোটের দামামা বেজেছে বিজেপি শাসিত গুজরাতে। পদ্মশিবিরকে উৎখাত করতে কোমর বেঁধে নেমেছে আম আদমি পার্টি এবং কংগ্রেস। এর আগে গুজরাত সফরে গিয়ে সে রাজ্যের জনগণকে একগাদা প্রতিশ্রুতি দিয়েছেন আপের জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal Appeals) । যদিও তাঁর সফর ততটা মধুর হয়নি কারণ সেখানে বিরোধী স্লোগান শুনতে হয়েছে তাঁকে। তবে পদ্মশিবিরের ইউএসপি যে হিন্দুত্ব এবার সেই অস্ত্রেই তাদের পর্যুদস্ত করতে ময়দানে নেমে পড়েছে কেজরিওয়ালের দল। হিন্দু আবেগকে নিজেদের পক্ষে নিয়ে আসতে এবার টাকার নোটে লক্ষ্মী-গণেশের ছবি (Images Of Goddess Lakshmi And Lord Ganesh On Currency Note) দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানালেন আপের জাতীয় আহ্বায়ক।

তবে মহাত্মা গান্ধীকে অসম্মান না করে টাকার উল্টোপিঠে লক্ষ্মী-সরস্বতীর ছবি দেওয়ার আবেদন করে গুজরাতে বিধানসভা ভোটের আগে মোটামুটি হোম ওয়ার্ক সেরে ফেললেন কেজরিওয়াল। তিনি জানান নোটে দুই দেবতা লক্ষ্মী ও গণেশের ছবি ছাপা হলে দেশের সমৃদ্ধি হবে। তবে এও জানান চেষ্টা সত্ত্বেও তা সফল হয় না, যদি দেবতা আশীর্বাদ না করেন। তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছেন গণেশ ও দেবী লক্ষ্মীর ছবি নোটে দেওয়ার জন্য। এদিকে টাকার নোটে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি দেওয়ার দাবি জানিয়েছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ওই হিন্দু সংগঠনের এমন দাবির পেছনে রাজনৈতিক অঙ্ক রয়েছে, তা ভোটের বাক্সে প্রতিফলিত হতে পারে।

You may also like