Highlights |
|
|
|
মহানগর ওয়েবডেস্ক: জেএনইউ-এ তাণ্ডবের ঘটনায় সরব সারা দেশ৷ টুইটে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা৷ টুইট করে ঘটনার নিন্দা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ তিনি এই ঘটনায় বিস্মিত৷ একইসঙ্গে বলেন, দিল্লি পুলিশ কেন্দ্রের হাতে৷ তারা যত দ্রুত সম্ভব পরিস্থিতি শান্ত করুক৷ তিনি কথা বলেন, উপরাজ্যপাল অনিল বৈজলের সঙ্গে৷
I am so shocked to know abt the violence at JNU. Students attacked brutally. Police shud immediately stop violence and restore peace. How will the country progress if our students will not be safe inside univ campus?
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 5, 2020
কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী জেএনইউ-এর ঘটনার সমালোচনায় সরব হয়েছেন৷ তাঁর কথায়, মুখে মুখোশ পরা গুণ্ডাবাহিনী জেএনইউ পড়ুয়া ও শিক্ষকদের ওপর বর্বর হামলা চালায়৷ এই ঘটনায় অনেকে আহত হয়েছে৷ ফ্যাসিস্ট শক্তি আমাদের দেশ চালাচ্ছে৷ তারা সাহসী ছাত্রদের কণ্ঠস্বর ভয় পাচ্ছে৷ এদিনের আক্রমণ সেই ভয়ের প্রতিফলন৷
The brutal attack on JNU students & teachers by masked thugs, that has left many seriously injured, is shocking.
The fascists in control of our nation, are afraid of the voices of our brave students. Today’s violence in JNU is a reflection of that fear.
#SOSJNU pic.twitter.com/kruTzbxJFJ
— Rahul Gandhi (@RahulGandhi) January 5, 2020
কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা ভালোই অস্বস্তিতে পড়েছেন৷ তাঁরা এখন ঘটনার সমালোচনা করে ঢোক গিলছেন৷ এর মধ্য অন্যতম বিদেশমন্ত্রী জয়শঙ্কর৷ তিনি বলেন, জেএনইউ-তে যা হয়েছে, তার ছবি দেখেছি৷ স্পষ্টভাবে এই ঘটনার নিন্দা করছি৷ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সংস্কৃতির বিরোধী এই ঘটনা৷
Have seen pictures of what is happening in #JNU. Condemn the violence unequivocally. This is completely against the tradition and culture of the university.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 5, 2020
একইভাবে ঘটনার নিন্দা করলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ তিনি বলেন, ভয়ঙ্কর ছবি৷ বিতর্ক, আলোচনা-এই সব নিয়েই এই বিশ্ববিদ্যালয় আমার চেনা৷ হিংসার কোনও স্থান ছিল না এখানে৷ আজকের ঘটনার তীব্র নিন্দা করছি৷ চাই, ছাত্রদের জন্য যেন সবসময় নিরাপদ থাকে ক্যাম্পাস৷
Horrifying images from JNU — the place I know & remember was one for fierce debates & opinions but never violence. I unequivocally condemn the events of today. This govt, regardless of what has been said the past few weeks, wants universities to be safe spaces for all students.
— Nirmala Sitharaman (@nsitharaman) January 5, 2020
রবিবার সন্ধ্যায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এ এই হামলার ঘটনায় ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ-সহ একাধিক ছাত্রছাত্রী আহত হয়েছেন। প্রতিবাদ করতে গিয়ে মার খেতে হয় জেএনইউয়ের ‘সেন্টার ফর দ্য স্টাডি অব রিজিওনাল ডেভেলপমেন্ট’-এর অধ্যাপিকা সুচরিতা সেন-সহ একাধিক শিক্ষক-শিক্ষিকাকে। সুচরিতাকে এইমস-এ ভর্তি করতে হয়েছে। এদিন জেএনইউতে হামলার পরেই ছাত্রছাত্রীরা বিক্ষোভে সামিল হয় দিল্লি পুলিশের সদর দফতরের বাইরে।