Home Featured ARVIND KEJRIWAL: উন্নয়নের স্বার্থে গুজরাতের মানুষকে ভোটের আবেদন জানালেন আপ সুপ্রিমো

ARVIND KEJRIWAL: উন্নয়নের স্বার্থে গুজরাতের মানুষকে ভোটের আবেদন জানালেন আপ সুপ্রিমো

by Arpita Sardar
gujrat election, arvind kejriwal, development,aap, bjp

মহানগর ডেস্কঃ সোমবার সকাল থেকে গুজরাতে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া। এদিন ভোটারদের কাছে বিশেষ আবেদন জানালেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সোমবার একটি টুইটে কেজরিওয়াল লেখেন, সকল ভোটারদের কাছে অনুরোধ এই ভোট নতুন আশা দেখাবে। এক দশক পরে এই সুযোগ এসেছে। তিনি ভোটারদের উদ্দেশে জানান, ভবিষ্যতের কথা মাথায় রেখে অবশ্যই গুজরাতের উন্নয়নে যেন ভোটাররা ভোট দেন। সেই স্বার্থেই এইবারের ভোট আলাদা এবং অভিনব করার অনুরোধও তিনি করেন।

গুজরাতেফের ক্ষমতা দখলের জন্য মরিয়া বিজেপি। কংগ্রেস প্রার্থী দিলেও গেরুয়া শিবিরের প্রতিদ্বন্দ্বী হিসেবে আম আদমি পার্টিকেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে নির্বাচনী প্রচারে জোর দিয়েছিল আপ। সামনে থেকে দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন কেজরিওয়াল।

আহমেদাবাদের ১৬ টি শহুরে আসন বিজেপির জন্য গুরুত্বপূর্ণ কারন ১৯৯০ সাল থেকে নির্বাচনে রয়েছে তাদের আধিপত্য। সোমবার উত্তর ও মধ্য গুজরাতের ১৪ টি জেলা জুড়ে ৯৩ টি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় ও চূড়ান্ত পর্বে ভোটগ্রহণ চলছে। দ্বিতীয় ধাপের ভোটে ৬১ টি দলের ৮৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাঁদের ভাগ্য নির্ধারণ করছেন ২.৫১ কোটি ভোটার। অন্যদিকে কচ্ছ, সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাতের ৮৯টি আসনের জন্য প্রথম ধাপের ভোট শেষ হয়েছে ১ ডিসেম্বর। যেখানে মোট ভোট পড়েছে ৬৩.৩১ শতাংশ।

You may also like