Home Entertainment Aryan Khan : ফের শিরোনামে আরিয়ান মাদক মামলা, ‘সন্দেহজনক আচরণ’ এনসিবি অফিসারদের দাবি বিভাগীয় তদন্তকারীদের

Aryan Khan : ফের শিরোনামে আরিয়ান মাদক মামলা, ‘সন্দেহজনক আচরণ’ এনসিবি অফিসারদের দাবি বিভাগীয় তদন্তকারীদের

by Oindrila Chakraborty
Aryan Khan : ফের শিরোনামে আরিয়ান মাদক মামলা, 'সন্দেহজনক আচরণ' এনসিবি অফিসারদের দাবি বিভাগীয় তদন্তকারীদের

মহানগর ডেস্ক: গত মে মাসে ক্লিনচিট পেয়ে গিয়েছেন শাহরুখপুত্র আরিয়ান। উপযুক্ত তথ্য-প্রমাণ না পাওয়ার কারণে মাদক মামলা থেকে নিস্তার পেয়েছেন আরিয়ান। তবে এবার আরও একবার শিরোনামে উঠে এলো সেই মাদক মামলা। কিন্তু আরিয়ান নয়, এবার কাঠগড়ায় দাঁড়িয়েছে খোদ এনসিবি।

তৎকালীন জোনাল চিফ সমীর ওয়াংখেড়ে সহ একাধিক অফিসারকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন সংস্থার বিভাগীয় তদন্তের প্রধানরা। আরিয়ান মাদক মামলায় এজেন্সি থেকে সাত থেকে আটজন অফিসারের বিরুদ্ধে সন্দেহজনক আচরণের অভিযোগ এসেছে। এই তথ্য সামনে আসার পর মুখ পুরেছে কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার। এমনকি আরিয়ান ক্লিনচিট পাওয়ার পরেও তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাদের।

তিন মাস জেল বন্দি রাখার পরেও আরিয়ানের বিরুদ্ধে কোন যথাযথ তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি এনসিবি। স্বাভাবিকভাবেই মামলা মুম্বাই ব্রাঞ্চ থেকে চলে যায় দিল্লির বিশেষ তদন্তকারী দলের হাতে। পাশাপাশি তৎকালীন জোনাল চীফের বিরু তোলাবাজির অভিযোগ। মঙ্গলবার দিল্লি হেডকোয়ার্টার সংস্থার অন্তর্বর্তী তদন্তের সেই ভিজিলান্স রিপোর্ট এসে পৌঁছেছে।

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে এনসিবি সূত্র বলছে তদন্তের রিপোর্টে স্পষ্ট অনেক গরমিল রয়েছে মামলায়। পাশাপাশি তদন্তকারী অফিসারদের উদ্দেশ্য কি ছিল সেটাও সন্দেহজনক বলে জানানো হয়েছে। শুধু তাই নয় তিন থেকে চারবার বয়ান বদল করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে কেবলমাত্র আরিয়ান মামলা নয় আরো বেশকিছু মামলাতেও একই ধরনের গরমিলের হদিস পাওয়া গিয়েছে। আপাতত বিশেষ তদন্তকারী দল সেই রিপোর্ট পাঠাবেন উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে।

You may also like