Home Entertainment Aryan-Nysa : দিওয়ালি অনুষ্ঠানে এক ফ্রেমে শাহরুখপুত্র এবং কাজল কন্যা, মুহূর্তে সেলফি ভাইরাল

Aryan-Nysa : দিওয়ালি অনুষ্ঠানে এক ফ্রেমে শাহরুখপুত্র এবং কাজল কন্যা, মুহূর্তে সেলফি ভাইরাল

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : বলিউডের অন্যতম সেরা জুটির মধ্যে শাহরুখ-কাজল জুটি এভারগ্রীন। পর্দার বাইরে তারা বেস্ট ফ্রেন্ড হলেও রুপোলী পর্দায় তাদের জুটি টেকা দেয় বাস্তবের লাভ বার্ডদেরকেও। এবার চর্চায় তারা নয়, বরং তাদের সন্তানরা এক ফ্রেমে শাহরুখপুত্র এবং কাজল কন্নান নাইসা আসতেই হৈ হৈ পড়ে গেছে সোশ্যাল মাধ্যমে।

বলিউডে এখন দীপাবলীর মরশুম। তিথি পেরিয়ে গেলেও দীপাবলীর পার্টি এখনো চলছে বলিউড জুড়ে। আজ একজন দীপাবলির পার্টি দিচ্ছেন তো পরশু অন্য একজন। তেমনই এক দীপাবলি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আরিয়ান এবং নাইসা। তবে তারা একা নন দীপাবলীর আলো আরেকটু বাড়িয়ে দিতে হাজির হয়েছিলেন সারা আলি খান, তৃপ্তি দামড়ি, করান জহার, জাহ্নবি কাপুর।

ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে আরিয়ান। এর আগে মাদক কাণ্ডে গ্রেফতার হয় বেশ কয়েক মাস শিরোনামে ছিলেন তিনি। তবে জামিনে মুক্ত হবার পর নির্দোষ প্রমাণ হয়নি। ধীরে ধীরে ফিরেছেন সোশ্যাল মিডিয়াতেও। এবার বড়পর্দায় পা রাখতে চলেছে আরিয়ান। তবে পর্দার সামনে নয়, পর্দার পিছনে লেখক হয়ে তা রাখতে চলেছেন তিনি। অন্যদিকে সুহানা ইতিমধ্যে ডেবিউ করে ফেলেছেন বলিউডে। মুক্তির অপেক্ষায় তার প্রথম ওয়েব মাধ্যম ছবি দ্য আর্চিস।

You may also like