মহানগর ডেস্ক: কিছুদিন আগে দুজনের মধ্যে রীতিমতো আক্রমণ-পাল্টা আক্রমণ চলেছিল। পাপারাৎজিদের সঙ্গে কথা বলার সময় এবং ইনস্টাগ্রামে ভিডিও শেয়ারের সময় একে অপরের বিরুদ্ধে শানিয়েছিলেন একটার পর একটা আক্রমণ। যার ফলশ্রুতিতে বলিউডের নায়িকা শার্লিন চোপড়ার (Actress Sharlin Chopra Vs Rakhi Sawant) বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাখি সাওয়ান্ত। এর আগে মহিলাদের হেনস্থা করার জন্য বলিউড পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে মি-টুয়ে (Me Too) অভিযোগ করেছিলেন শার্লিন। আর তারপর সাজিদকে সমর্থন করায় দু পক্ষের মধ্যে রীতিমতো মন্তব্য-পাল্টা মন্তব্যের ঝড় বয়ে গিয়েছিল। রাখি কোনও রাখঢাক না রেখে সাজিদ এবং রাজ কুন্দ্রার পাশে দাঁড়িয়েছিলেন।
দিন কয়েক আগে পাপারাৎজিদের সামনে আইটেম গার্ল রাখির নকল করে রীতিমতো ধুন্ধুমার বাঁধিয়ে দেন। এমনকী আইটেম গার্লকে নিয়ে তাঁর ব্যক্তিগত বিষয় নিয়েও আপত্তিকর মন্তব্য করেন। ফলে খুব চটে যান রাখি। শনিবার মুম্বইয়ের ওশিওয়ারা থানায় শার্লিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের পর সংবাদমাধ্যমকে বলেন, শার্লিনের আপত্তিকর মন্তব্যের কারণে তাঁর ব্যক্তিগত জীবনে ভীষণরকম তোলপাড় শুরু হয়েছে। তাঁর বয়ফ্রেন্ড তাঁকে প্রশ্ন করতে শুরু করেছে। ক্ষুব্ধ রাখি বলেন, তিনি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছেন শার্লিনের মন্তব্যের ফলে তাঁর জীবনে ঝড় শুরু হয়েছে। শার্লিন বলেছেন তাঁর দশটা বয়ফ্রেন্ড ছিল। সেটা শোনার পর থেকেই তাঁর বয়ফ্রেন্ড তাঁকে তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে। বয়ফ্রেন্ড জানতে চেয়েছে সত্যি তাঁর দশটা বয়ফ্রেন্ড ছিল না কিনা। মিডিয়াকে সামনে পেয়ে শার্লিন যা খুশি তাই বলেছেন, আর তার ফল ভুগতে হচ্ছে তাঁকে। এ কারণে রাখি আইনজীবীকে সঙ্গে বলিউড নায়িকার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন। কারণ তাঁর কাছে উপযুক্ত প্রমাণ রয়েছে। তাঁর আরও অভিযোগ শার্লিন টাকার জন্য প্রভাবশালীদের ব্ল্যাকমেল করছেন। সবমিলিয়ে সংঘাতের পটভূমি তৈরি বলিউডে।