মহানগর ডেস্ক: সারাবিশ্ব বিশ্বকাপ ফুটবল জ্বরে আক্রান্ত (World Cup Fever)। এশিয়া, আফ্রিকা থেকে ইউরোপ, আমেরিকা-সর্বত্রই চলছে বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনা। ব্রাজিল,আর্জেন্টিনা, ফ্রান্স,জামার্নি থেকে শুরু করে উরুগুয়ে, সেনেগাল,ঘানা-সব জায়গাতেই চলছে টিভির সামনে বসে প্রিয় দেশের খেলা দেখা। আর যাঁরা পেরেছেন তাঁরা পয়সা খরচ করে সোজা উড়ে গিয়েছেন কাতারে। সেখানে দেশের খেলা থাকলে গ্যালারি থেকে দেখছেন খেলা। বিশ্বকাপ জ্বর কম নেই ভারতেও। তবে এমন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যাতে মনে হতেই পারে বিশ্বকাপ নিয়ে শুধু মানুষের মধ্যেই নয়।
পশুদের বিশেষ করে গোরুদের মধ্যেও উন্মাদনা তৈরি হয়েছে (Cow Played Football)। ভিডিওয় দেখা গিয়েছে একটি গোরুও পা চালিয়ে ফুটবল খেলার চেষ্টা করছে। ভিডিওটি গোয়ার মারডল থেকে তোলা হয়েছে। দু মিনিটের ভিডিওয় একটি গোরু খেলার মাঠে ঢুকে পড়ে ছেলেদের সঙ্গে ফুটবল খেলা শুরু করেছে। সে বল পাস দিচ্ছে এবং সামনের দিকে ঠেলে এগিয়ে দিচ্ছে। বল শুধু আস্তে আস্তে তার সরু ঠ্যাং দিয়ে ঠেলছে না। বল নিয়ে তাকে দৌড়তেও দেখা গিয়েছে। দেখে মনে হচ্ছে সে গোল করার জন্য দৌড়চ্ছে। গলি ফুটবলাররাও খুব পেয়ে গিয়েছে গোরুর ফুটবল খেলা দেখে। নতুন খেলোয়াড় পেয়ে তাদের মধ্যে উৎসাহও বাড়তে দেখা গিয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা শুরু হয়ে যায়। গোরুর এমন ফুটবল খেলা দেখে নেটিজেনদের প্রশংসাও মিলেছে বিস্তর। সোশ্যাল মিডিয়া ছয়লাপ হয়ে যায় কমেন্ট, টেক্সটে। নানা রকম মজাদার মন্তব্যও করেন অনেক ইউজার।