Home Featured Fled With Car : পুলিশের তাড়া খেয়ে গাড়ি নিয়ে পালাতে গিয়ে নিরাপত্তা রক্ষীকে ধাক্কা, জাল কেটে পালাল ধর্ষণে অভিযুক্ত কর্তা!

Fled With Car : পুলিশের তাড়া খেয়ে গাড়ি নিয়ে পালাতে গিয়ে নিরাপত্তা রক্ষীকে ধাক্কা, জাল কেটে পালাল ধর্ষণে অভিযুক্ত কর্তা!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: অফিসের কর্মীকে ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে ধরতে যে কোনওসময় চলে আসতে পারে পুলিশ। হাতকড়া পরিয়ে নিয়ে যেতে পারে থানায়। এই ভয়ে গাড়ি নিয়ে পালাবার (Fled With Car) সময় তার আবাসনের দরজায় নিরাপত্তা রক্ষীকে চাপা দিল এক সংস্থার উচ্চপদস্থ কর্তা। ঘটনাটি ঘটেছে নয়ডার (Noida) একটি আবাসনে। গাড়ির চালক নীরজ সিং একটি বেসরকারি সংস্থায় জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করে। তার বিরুদ্ধে ওই সংস্থার এক মহিলা কর্মী ধর্ষণের ( Rape Allegation) অভিযোগ করে। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাঁর খোঁজখবর নিতে শুরু করে। পুলিশ মামলা শুরু করার পর থেকেই বেপাত্তা ছিল অভিযুক্ত নীরজ। মঙ্গলবার সন্ধ্যেয় পুলিশকে কেউ জানান নীরজকে তার ফ্ল্যাটে দেখা গিয়েছে।

খবর পাওয়া মাত্র অভিযুক্ত গাড়ি নিয়ে পালাবার চেষ্টা করে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে আন্ডারগ্রাউন্ড থেকে অভিযুক্ত নীরজ গাড়ি নিয়ে জোরে চালিয়ে পালাবার চেষ্টা করছে। গাড়ি নিয়ে অভিযুক্ত যখন তড়িঘড়ি পালানোর চেষ্টা করছে,তখন গেটের সামনে একজন নিরাপত্তা রক্ষী এসে দাঁড়ায়। দ্রুতগতিতে পালাতে গিয়ে তার গাড়ি সোজা ধাক্কা মারে নিরাপত্তা রক্ষীকে। পেছন পেছন তাড়া করা এক পুলিশের অফিসারের গাড়ি দেখে তাকে গাড়িতে টেনে হিঁচড়ে নিয়ে যায় অভিযুক্ত। সিসিটিভির আরেকটি ফুটেজে দেখা গিয়েছে চলন্ত গাড়ির ধাক্কায় নিরাপত্তা রক্ষী মাটিতে ছিটকে পড়েছে। এরপর পুলিশের অফিসার তার গাড়ি ঘিরে চক্কর খেতে থাকেন। কিন্তু পুলিশের অফিসারকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। জখম নিরাপত্তাকর্মী অশোক মাভির কাঁধে ও পায়ে চোট লেগেছে। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক ম্যানেজারে খোঁজে জোর তল্লাশি চালানো হচ্ছে।

You may also like