মহানগর ওয়েবডেস্ক: ভারত-চিন সীমান্ত উত্তেজনা জারি রয়েছে লাদাখের প্রান্তরে। এর মাঝেই সম্প্রতি রাশিয়ায় চিনা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে রাজনাথ সিংয়ের বৈঠক নিয়ে প্রশ্ন তুললেন আসাদউদ্দিন ওয়েসি। দুই প্রতিরক্ষামন্ত্রী বৈঠকের আগে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েসি জানালেন, ভারত বরাবরই জানিয়ে এসেছে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামলে নেব আমরা। কিন্তু এখানে রাশিয়ার সাহায্য নিয়ে নিজেদের দুর্বলতা প্রকাশ করেছেন আপনি (রাজনাথ সিং)। পাশাপাশি তিনি আরো জানান, ‘ওই বৈঠকে আপনি কি এটা বলতে চলেছেন, যে কোনও রকম শর্ত ছাড়া চিন লাদাখের এক হাজার বর্গকিলোমিটার অঞ্চল খালি করুন।’
এদিন নিজের টুইটে রাজনাথ সিংকে উদ্দেশ্য করে আসাদউদ্দিন ওয়েসি লেখেন, ‘বরাবরই ভারতের বক্তব্য ছিল দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হবে। কিন্তু সেখানেই আপনি রাশিয়ার সাহায্য নিয়ে নিজেদের দুর্বলতা প্রকাশ করেছেন। যদি আপনি একজন বিজয়ী যোদ্ধার মতো চিনের সঙ্গে বৈঠক করতেন তাহলে সেটা শোভনীয় ছিল। কিন্তু এখন যেভাবে চিনের সঙ্গে বৈঠক হচ্ছে তার অর্থ এটা দাঁড়ায় যে আপনি চিনকে ভারতের ভূখণ্ড দখল করতে দিয়েছেন এবং হেরে যাওয়ার সৈনিকের মতো তার সঙ্গে আলোচনায় বসছেন।’ পাশাপাশি আরও এক টুইটে তিনি লেখেন, ‘রাজনাথ সিং জি আপনি কি চীনের বিদেশ মন্ত্রী কে এটা বলতে চলেছেন যে গত চার মাস ধরে ভারতের যে ১০০০ বর্গকিলোমিটার জমি তারা দখল করেছে তা নিঃশর্তভাবে ফিরিয়ে দিক? নাকি প্রধানমন্ত্রীর দপ্তরের মত বলবেন আমাদের এলাকায় কেউ অনুপ্রবেশ করেনি। আপনি কী বলবেন সেটা আমরা জানতে চাই।’
প্রসঙ্গত, গত মে মাস থেকে উত্তেজনা মূলক পরিস্থিতি তৈরি হয়েছে ভারত-চিন সীমান্তে। সেই আবহেই সম্প্রতি মস্কোতে এসসিও বৈঠকে যোগ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে চীনের প্রতিরক্ষা মন্ত্রীর অনুরোধে দু’ঘণ্টার বৈঠক করেন তারা। আলোচনার মূল বিষয় ছিল উত্তর-পূর্বের সীমান্ত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পাশাপাশি সম্প্রতি সীমান্ত পরিস্থিতি নিয়ে চিনের বিদেশ মন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।