Home Featured Assam CM Explosive Comments : হিন্দুরা দাঙ্গা করে না, লাভ জেহাদেও বিশ্বাস করে না, বিতর্ক উস্কে বিস্ফোরক অসমের বিজেপি মুখ্যমন্ত্রী

Assam CM Explosive Comments : হিন্দুরা দাঙ্গা করে না, লাভ জেহাদেও বিশ্বাস করে না, বিতর্ক উস্কে বিস্ফোরক অসমের বিজেপি মুখ্যমন্ত্রী

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: গুজরাত দাঙ্গা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) মন্তব্য ঘিরে যখন দেশের রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে,তখন সেই আবহে বিতর্ক উস্কে দিলেন অসমের মুখ্যমন্ত্রী (Assam CM Explosive Comments)) হিমন্ত বিশ্বশর্মার বিস্ফোরক মন্তব্য। যে মন্তব্য সামনে নিয়ে এল দেশে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে বিজেপির হিন্দুত্ববাদ তাস। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে হিমন্ত বলেন, হিন্দুরা সাধারণত সাম্প্রদায়িক দাঙ্গা করে না। তাঁরা শান্তিপ্রিয়। সম্প্রদায় হিসেবে জেহাদে বিশ্বাস করে না। আর যে মন্তব্যের পরেই শুরু হয়েছে নানা চুলচেরা বিশ্লেষণ, কাঁটাছেড়া। দিল্লিতে শ্রদ্ধা ওয়াকারের নৃশংস খুনের ঘটনা নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মধ্যে দলের নেতাদের একাধিক বিস্ফোরক মন্তব্যের মধ্যেই লাভ জিহাদ নিয়ে বিজেপি মুখ্যমন্ত্রীর বক্তব্য নতুন করে বিতর্কের দরজা খুলে দিল।

সেইসঙ্গে গুজরাত দাঙ্গা নিয়ে শাহের হুমকি মেশানো বার্তাকেও সামনে নিয়ে এল। হিমন্ত বলেন, যেকোনও বাম মনোভাবাপন্ন মানুষের কাছে শাহের বার্তা সাম্প্রদায়িক মন্তব্য বলে মনে হতে পারে। কিন্তু তাঁর মতে, শাহ যে মন্তব্য করেছেন তা জাতীয় আবেগেরই প্রতিফলন ঘটিয়েছে। দিল্লিতে শ্রদ্ধা ওয়াকারের নৃশংস খুনের ঘটনার পর লাভ জিহাদ নিয়ে দেশের নানা মহলে ভীষণরকম চর্চা শুরু হয়েছে। হিন্দু মেয়েদের মুসলিম যুবকেরা প্রেমের ফাঁদে ফেলে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে বিয়ে করার ষড়যন্ত্র করছে, সেই প্রসঙ্গের রেশ টেনে হিমন্ত বলেন, তিনি এটাকে তোষণের রাজনীতি হিসেবেই দেখছেন। প্রশ্নটা হচ্ছে ভারতীয় মহিলাদের নিরাপত্তা নিয়ে। লাভ জেহাদের প্রমাণও পাওয়া গিয়েছে।

এমনকী শ্রদ্ধার খুনি আফতাব পুনাওয়ালা পলিগ্রাফ টেস্টে স্বীকার করেছে তার কাজ তাকে জন্নতে নিয়ে যাবে। এ নিয়ে তথ্যও রয়েছে। অন্যদিকে দাঙ্গাকারীরা সমুচিত জবাব পেয়ে গিয়েছে বলে অমিত শাহের মন্তব্যের পক্ষে সওয়াল করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, ২০০২ সালে গোধরা দাঙ্গার পর থেকে গুজরাত সরকার একের পর এক পদক্ষেপ নিয়েছে, যাতে সেখানে শান্তি বিরাজ করছে। দীর্ঘদিন ধরে কোনও অশান্তি হচ্ছে না। কোনওভাবেই কারফিউ জারি করতে হয়নি। দাঙ্গাকারীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে। অসমেও শান্তি ফিরে এসেছে।

You may also like