মহানগর ডেস্ক: মহিলারা সন্তান তৈরির কারখানা নয়। বেশি সন্তানের জন্ম দিলে তা শরীরের ওপর খারাপ প্রভাব ফেলবে এবং অসম ক্রমশ ধ্বংসের পথে এগিয়ে যাবে। সাংসদ ও এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের (MP Badruddin Ajmal) হিন্দুদের মুসলিম ফর্মুলা অনুসরণ করার টোটকার পাল্টা হিসেবে এমনই নিদান দিলেন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Targets MP Ajmal)। রীতিমতো ঝাঁঝালো সুরে তিনি বলেন, ভোট ব্যাঙ্কের জন্য সাংসস বদরুদ্দিন আজমল বিতর্কিত মন্তব্য করেছেন।
আজমলের লোকসভা কেন্দ্রের অন্তর্গত বড়গোঁয়াইয়ে এক জনসভায় সাংসদের সমালোচনা করে হিমন্ত মুসলিম জনসংখ্যা বাড়ানোর চিন্তাভাবনাকে এক হাত নেন তিনি।সাংসদের অল্পবয়েসে বিয়ে নিয়ে মুসলিমদের ফর্মুলা অনুসরণ করার দাওয়াই ঘিরে প্রবল প্রতিবাদের ঝড় ওঠে। সভায় রীতিমতো আক্রমণাত্মকভাবে মুখ্যমন্ত্রী বলেন বদরুদ্দিন আজমল বলেছেন মহিলাদের যতটা সম্ভব অনেক সন্তানের জন্ম দেওয়া উচিত। যদি মহিলারা অনেক সন্তানের জন্ম দেয়,তাহলে সাংসদের উচিত বড় হওয়া না পর্যন্ত তাদের মানুষ করা। তাদের খরচখরচাও দেওয়া উচিত। তিনি মুসলিম বোনেদের বলতে চান তাঁরা যেন সাংসদের কথা না শোনেন। দুটির বেশি সন্তানের জন্ম না দেন। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে সাংসদ বদরুদ্দিন আজমল হিন্দু মহিলা ও পুরুষদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। শ্রদ্ধা ওয়াকারের নৃশংস খুনের ঘটনায় লাভ জেহাদ নিয়ে হিমন্তের মন্তব্যকে নিশানা করে ওই মন্তব্য করে। এদিন তাঁরই জবাব দেন মুখ্যমন্ত্রী।