মহানগর ডেস্ক: গুজরাতে হাইভোল্টেজ বিধানসভা ভোটে ইস্যু হয়ে উঠল দিল্লির নৃশংস খুনের ঘটনা (Grisly Murder Case Of Shradhha Waker)। দিল্লিতে ছাব্বিশ বছরের শ্রদ্ধা ওয়াকারকে খুন করে পঁয়ত্রিশ টুকরো করার ঘটনায় তোলপাড় সারাদেশ। এবার মোদীর গুজরাতে ভোটের প্রচারে উঠে এল সেই নৃশংস খুনের ঘটনা। কচ্ছে এক নির্বাচনী সভায় অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam CM) হুঁশিয়ারির সুরে বলেন, যদি কোনও শক্ত,কড়া নেতা না থাকেন,তাহলে আফতাব পুনাওয়ালার (Aftab Punawala) মতো নৃশংস খুনি প্রতিটি শহরেই জন্মাবে। কেউ সমাজকে রক্ষা করতে পারবেন না। লাভ জেহাদের নামে দিল্লির শ্রদ্ধা ওয়াকারের নৃশংস খুনের প্রসঙ্গ এনে মোদীর হয়ে ব্যাট ধরে অসমের মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন মোদীকে তৃতীয়বারের জন্য জেতানো খুবই দরকার।
হিমন্ত বলেন আফতাব পুনাওয়াল শ্রদ্ধা বোনকে মুম্বই থেকে লাভ জেহাদের নামে দিল্লিতে এনে খুন করে পঁয়ত্রিশ টুকরো করে। টুকরো টুকরো দেহ কোথায় রেখেছিল? রেখেছিল ফ্রিজে। খুনি আরেকজন মহিলাকে সেই ফ্ল্যাটে এনে ডেটিং শুরু করেছিল। দেশে যদি শক্তিশালী নেতা না থাকেন, যিনি দেশকে মায়ের মতো মনে করেন, তাহলে দেশের প্রতিটি শহরে একজন করে আফতাবের মতো নৃশংস খুনির জন্ম হবে। এবং দেশকে রক্ষা করা সম্ভব হবে না। রাজনৈতিক মহলের মতে এবার বিধানসভা ভোটের আগে মোরবী সেতু বিপর্যয়ের কারণে রীতিমতো ব্যাকফুটে। ফলে ভোটারদের মনে সেই বিভীষিকা যাতে গেঁথে না থাকে, সেজন্য তৎপর হয়ে উঠেছে বিজেপি। এবং ভোট বৈতরণি পার হতে সেই মোদীকেই অস্ত্র হিসেবে কাজে লাগাতে চাইছে পদ্মশিবির। সারা দেশেই দিল্লির ভয়াবহ খুনের ঘটনা ভালোমতো ছাপ ফেলায়, সেই অস্ত্রেই গুজরাতবাসীর মন জয়ের চেষ্টায় নেমেছে তারা। যার উদাহরণ হিসেবে নির্বাচনী সভায় মোদীকে রক্ষাকবচের তকমা দিয়েই তাঁর ভাবমূর্তিকে কাজে লাগাতে নির্বাচনী সভায় হুঁশিয়ারি দেন হিমন্ত। তবে তাঁর এই হুঁশিয়ারি কতটা ভোটবাক্সে প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।