Home Featured Hindus Should Follow Muslim Formula : হিন্দুদের উচিত মুসলমানদের ফর্মুলা অনুসরণ করা, বোমা ফাটালেন অসমের প্রবীণ মুসলিম নেতা বদরুদ্দিন

Hindus Should Follow Muslim Formula : হিন্দুদের উচিত মুসলমানদের ফর্মুলা অনুসরণ করা, বোমা ফাটালেন অসমের প্রবীণ মুসলিম নেতা বদরুদ্দিন

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: বিতর্কে অসমের মুসলিম রাজনীতিক বদরুদ্দিন আজমল। প্রবীণ মুসলিম নেতার মন্তব্য, হিন্দুদের উচিত মুসলিম ফর্মুলা অনুসরণ করা (Hindus Should Follow Muslim Formula)। তাদের সন্তানদের অল্পবয়েসে বিয়ে দেওয়া উচিত। মন্তব্য অসমের রাজনীতিবিদ ও অল ইন্ডিয়া ইউনাইটেড ফ্রন্টের প্রধান বদরুদ্দিন আজমল (Assam Muslim Leader)। অসমের নেতা বলেন,মুসলিম ছেলেরা কুড়ি থেকে একুশ বছরের মধ্যে বিয়ে করে। মুসলিম মেয়েরা আঠেরো বছর হলে সরকারি আইন মোতাবেক বিয়ে করে। অন্যদিকে হিন্দুরা একটা করে বিয়ে করে, মুসলিমরা একটা আইনত বিয়ে করে। বিয়ের আগে দু থেকে তিনটে অবৈধ বিয়ে করে থাকে। তারা বাচ্চার জন্ম দেয় না। তারা যেমন জীবনটা উপভোগ করে, তেমনই টাকা সঞ্চয় করে।

মুসলমানদের জনসংখ্যা বিস্ফোরণ নিয়ে হিন্দুত্ববাদীদের ক্রমাগত আক্রমণের প্রেক্ষিতে মুসলিম নেতাকে প্রশ্ন করা হলে, তাঁর জবাব মুসলিমরা চল্লিশ বছরের পর পারিবারিক চাপে বিয়ে করতে বাধ্য হয়। তাহলে চল্লিশ বছরের পর তারা সন্তানের জন্ম কীভাবে দেবে। যদি ফলনশীল খেতে চাষ করলে তবেই ভালো শস্য মিলবে। ফসলের বাড়বাড়ন্ত হবে। আজমলের দাওয়াই হিন্দুদের উচিত মুসলমানদের ফর্মুলা মেনে তাদের সন্তানদের অল্পবয়েসে বিয়ে দেওয়া উচিত। ছেলেদের আঠেরো থেকে কুড়ি বছর ও মেয়েদের আঠেরো থেকে কুড়ি বছরের মধ্যে বিয়ে দেওয়া উচিত। তারপর দেখা যাক কতগুলো ছেলেমেয়ে জন্মায়।

পাশাপাশি দিল্লিতে শ্রদ্ধা ওয়াকারের নৃশংস খুনের প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার লাভ জেহাদ নিয়েও তাঁর প্রতিক্রিয়া জানান বদরুদ্দিন। বলেন, হিমন্ত বিশ্বশর্মা এখন দেশের শীর্ষ নেতাদের একজন। কাজেই কে তাঁকে থামাবে? হিন্দুরাও চার পাঁচটা লাভ জেহাদ করুক, মুসলিম মেয়েদের নিয়ে যাক। মুসলমানেরা তাকে স্বাগত জানাবে। এমনকী লড়াইও করবে না। এতে বোঝা যাবে হিন্দুদের কত বেশি শক্তি আছে। গত পরশুদিনই অসমের মুখ্যমন্ত্রী বলেছিলেন লাভ জেহাদ বলে একটা জিনিস রয়েছে। যাকে হিন্দুত্ববাদীরা ষড়যন্ত্রের তত্ত্ব আখ্যা দিয়ে এসেছে। ওই তত্ত্ব অনুযায়ী মুসলিমরা হিন্দুমেয়েদের প্রেমের ফাঁদে ফেলে তাদের জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করছে। যেমনটা শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় দেখা গিয়েছে। তিনি দাবি করেছেন ভারতের দরকার নরেন্দ্র মোদীর মতো শক্তিশালী একজন নেতা, নাহলে ভারতের প্রতিটি শহরে একটা করে আফতাব জন্মাবে।

You may also like