মহানগর ডেস্কঃ স্কুলের শিক্ষক নিয়োগের পাশাপাশি এবার কলেজেও অধ্যাপক নিয়োগের তোড়জোড় রাজ্য সরকারের। জানা যাচ্ছে, খুব শীঘ্রই রাজ্যের কলেজগুলিতে অ্যাসিস্টেন্ট প্রফেসর অর্থাৎ সহকারী অধ্যাপক নিয়োগের কাজ শুরু হবে। ইতিমধ্যেই কলেজ সার্ভিস কমিশনের তরফে কলেজগুলিতে সহকারী অধ্যাপকদের কত পদ শূন্য রয়েছে, তা জানতে চাওয়া যাচ্ছে। সমস্ত কলেজের শূন্যপদের হিসাব একত্র করে তা জমা দিতে হবে কলেজ সার্ভিস কমিশনে। সূত্রের খবর, শূন্যপদের তালিকা তৈরি করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সেই তালিকা নতুন বছরের ৩১ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে কলেজ সার্ভিস কমিশনে। সেক্ষেত্রে নতুন করে চাকরির একটা সুযোগ তৈরি হচ্ছে রাজ্যে। শূন্যপদ গুলিতে নিয়োগ হলে একটা বড় কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে বলেই মতামত বিশেষজ্ঞ মহলের।
প্রাথমিক টেট-এ বসতে চেয়ে ৬ লক্ষ ৯০ হাজার আবেদন এখনও পর্যন্ত জমা পড়েছে বলে জানা গিয়েছে। এর আগে ২০১৭ সালে টেটের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। সেই সময়ে আবেদন জমা পড়ে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার। ২০১৪ সালে টেটের আবেদন জমা পড়েছিল প্রায় সাড়ে কুড়ি লক্ষ। সেই হিসেবে চলতি বছরের আবেদন অনেকটাই কম।
রাজ্যে শিক্ষক নিয়োগের প্রতি বিভিন্নমহলের বিক্ষোভ কম নেই। রাজ্যের শিক্ষক নিয়োগের মাথাদের বেশিরভাগই জেলে। ফলত শিক্ষক নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সেই দাবিতেই টেট এবং এসএসসি চাকরিপ্রার্থীরা আন্দোলনেও বসেছিলেন। বিষয়টি নিয়ে সরব হয়েছিল বিরোধীপক্ষের শিবিরও। এরই মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে অনেকটাই আশ্বস্ত হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। এবার সহকারি অধ্যাপক নিয়োগের সম্ভাবনা জোরাল হলেই চাকরিপ্রার্থীদের আশ্বাস বাড়বে অনেকটাই।