Home Top Stories Rabindra Sarobar Lake: রবীন্দ্র সরোবরে দুর্ঘটনা, উল্টে গেল রোয়িং বোট

Rabindra Sarobar Lake: রবীন্দ্র সরোবরে দুর্ঘটনা, উল্টে গেল রোয়িং বোট

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: সাতসকালে রবীন্দ্র সরোবর লেকে (Rabindra Sarobar Lake) ভয়াবহ দুর্ঘটনা। যদিও অল্পের জন্য প্রাণে মুক্তি পেয়েছেন দুই ব্যক্তি। ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, গত মে মাসেই রবীন্দ্র সরোবর লেকে দুই কিশোরের মৃত্যুকে ঘিরে কম জল ঘোলা হয়নি। তারপর থেকে বন্ধ ছিল লেক। দিন ১৫ আগেই সরকারি সমস্ত নিয়ম-নীতি মেনে রোয়িং অনুশীলন শুরু হলেও, কয়েকদিনের মধ্যেই ফের ঘটল বিপত্তি।

জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ রোয়িং অনুশীলন চলছিল রবীন্দ্র সরোবর লেকে। এরই মধ্যে আচমকাই বোটটি উলটে যায়। যদিও কাছেই ছিল রেসকিউ টিম। তার জন্যই কোন বিপত্তি ঘটেনি। কারোর প্রাণহানি হয়নি। ঘটনাটি ঘটার ১৫ মিনিটের মধ্যেই একজনকে উদ্ধার করতে সক্ষম হয় তাঁরা। অন্যদিকে, যিনি অনুশীলনকারী ছিলেন তিনি সাঁতার জানতেন বলেই বোটটি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গেই, সাঁতার কেটে তিনি পাড়ে পৌঁছে গিয়েছিলেন।

এদিনের এই ঘটনার মধ্যে দিয়ে ফের চোখের সামনে ফুটে ওঠে গত মে মাসের দুর্ঘটনা। ২২ মে স্কুল পর্যায়ের রোয়িং টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা ছিল রবীন্দ্র সরোবরেই। সেই কারণে বেঙ্গল রোয়িং ক্লাব, লেক ক্লাব, ক্যালকাটা রোয়িং ক্লাবের পাঁচটি বোট নিয়ে তার আগেরদিন বিকেল থেকে সরোবরে অনুশীলনে নেমেছিল। সেই সময় আচমকাই উল্টে যায় একটি বোট। প্রাণ হারায় নবম ও দশম শ্রেণির দুই পড়ুয়া।

এই ঘটনার পর থেকে প্রায় ছ মাস বন্ধ ছিল লেকের সমস্ত প্রশিক্ষণ। এরপর ফের কেএমডিএ-র সমস্ত নিয়মবিধি মেনে দিন ১৫ আগে থেকেই শুরু হয় প্রশিক্ষণ। আর তার মধ্যেই এদিন ঘটে গেল বিপত্তি। যদিও যে বোটটি উল্টে যায় সেই তাঁর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠছে।

You may also like