Home Featured Attempt To Murder : অন্ধ্রপ্রদেশে পুরোহিত সেজে টিডিপি-র প্রাক্তন সাংসদকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা!

Attempt To Murder : অন্ধ্রপ্রদেশে পুরোহিত সেজে টিডিপি-র প্রাক্তন সাংসদকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: পুরোহিতের ( Priest Like Dress) পোশাক পরে সাত সকালেই হাজির একজন। টিডিপির প্রাক্তন সাংসদ-নেতা সবে ঘুম থেকে উঠেছেন। তাঁর কাছে পুরোহিত এসেছে জেনে রীতিমতো কৃতার্থ বোধ করছেন তিনি। আগন্তুকের গায়ে পুরোহিতের পোশাক, কপালে চন্দনের টিপ। তাঁকে প্রণাম করার পরেই আচমকা কোমর থেকে ধারালো অস্ত্র বের করে তাঁকে চালিয়ে (Attempt To Murder) ঘটনার আকস্মিকতায় হতভম্ব প্রাক্তন সাংসদ। যদিও অস্ত্রের কোপে মারাত্মক ক্ষতি হয়নি। অস্ত্রের কোপে জখম হন প্রাক্তন সাংসদ-নেতা। অস্ত্র চালিয়ে সুবিধে করতে না পেরে পুরোহিতের পোশাক পরা লোকটি ছুটে পালিয়ে যায়। গোটা ঘটনাটি সিসিটিভিতে রেকর্ড হয়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া জেলার টুনি শহরে।

পুলিশ অভিযুক্তের খোঁজ শুরু করেছে। তবে তার পরিচয় জানতে পারেনি। কেন তাঁর ওপর এমন হামলা হল,তার কারণ খুঁজে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে ছটা নাগাদ টিডিপি নেতা ও প্রাক্তন সাংসদ শেষাদ্রি রাও পোলনাটির বাসভবনে এক ব্যক্তি পুরোহিতের পোশাক পরে আসে। প্রাথমিক সৌজন্যের পর দুষ্কৃতী ধারালো অস্ত্র বের করে হামলা চালায়। টিডিপি নেতা জখম হন। এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। প্রসঙ্গত,এর আগে এধরণের ঘটনার কথা জানা যায়নি। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এক প্রাক্তন সাংসদ-নেতার বাড়িতে হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকের মতে, প্রাক্তন সাংসদ-নেতার ওপর যদি এভাবে হামলার ঘটনা ঘটে,তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

You may also like