মহানগর ডেস্ক: দমদম বিমানবন্দরের পরিবর্তে রবীন্দ্র সদনে গান স্যালুটের মাধ্যমে রাজ্য সারকারের পক্ষ থে শেষ শ্রদ্ধা জানানো হবে প্রয়াত গায়ক কৃষ্ণকুমার কন্নথকে (Krishna Kumar Kunnath)। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
এর আগে সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছিল যে বুধবার দমদম বিমানবন্দরেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় জানান হবে এই বিখ্যাত প্লেব্যাক সিঙ্গারকে। কিন্তু এদিন বাঁকুড়ার কর্মীসভা সেরেই দমদম বিমানবন্দরে পৌঁছে মুখ্যমন্ত্রী জানান যে বিকেল পাঁচটা বেজে পনেরো মিনিট নাগাদ রবীন্দ্র সদনেই গান স্যালুট দেওয়া হবে কেকে – কে।
প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার নজরুল মঞ্চে গুরুদাস কলেজের অনুষ্ঠানে গান গেয়েছিলেন তিনি। গান গাইতে গাইতে বারবার ঘেমে যাচ্ছিলেন, অস্থির হয়ে উঠছিলেন। অবশেষে বেরিয়ে যান হোটেলের উদ্দেশ্যে। এবং সেখানেই অসুস্থতা বোধ করেন। এবং কাউকে সময় দেননি তিনি। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখনই। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। অন্যদিকে জানা গিয়েছে, নিউমার্কেট থানা কেকের মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে। এছাড়াও বিখ্যাত গায়ক এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়ায় কর্মীসভা করেন। আর সেখান থেকেই তিনি জানান,” সংগীত জগতে বিরাট ক্ষতি। কে কে-র স্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আবহাওয়া ভাল থাকলে দমদম বিমানবন্দরে এসে শ্রদ্ধা জানাব। শ্রদ্ধা জানানো হবে ‘গান স্যালুটে’।” এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, অন্তত যদি শেষ দেখা যায়। পুলিশকে দিয়ে গান স্যালুট করাব। তবে শুধু বলিউড-টলিউড বা সংগীত জগত নয়, কেকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশের বিনোদন জগত।